হরিয়ানায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত ৫

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হরিয়ানাতে মৃত্যু হল ৫জনের। গত কয়েকদিনে হরিয়াণাতে ২৯ জনের দেহে H1N1 ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

Updated By: Jan 24, 2015, 10:18 PM IST
 হরিয়ানায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত ৫

চণ্ডীগড়: সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হরিয়ানাতে মৃত্যু হল ৫জনের। গত কয়েকদিনে হরিয়াণাতে ২৯ জনের দেহে H1N1 ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

হরিয়াণা স্বাস্থ্য দফতরের সূত্রে খবর গুরগাঁও, হিসার, জিন্দ, কার্নাল, রোহটক ও ফতেহবাদ থেকে সোয়াইন ফ্লুতে আক্রান্তদের খবর মিলেছে।

যদিও হরিয়ানার স্বাস্থ্য দফতর দাবি করেছে সোয়াইন ফ্লুতে আক্রান্তদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা তাঁদের আছে।

স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন ''প্রয়োজনীয় ট্যামিফ্লু আমাদের কাছে মজুত আছে। যাঁরা সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তাঁদের যথাযথ ভেন্টিলেশনে রাখা হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালেই এই রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।''

রাজ্যে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ ঠেকাতে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।  

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

 

 

.