চোখের ব্যাপারে এই তথ্যগুলো জানলে আপনার চোখ খুলে যাবেই!

চোখের ব্যাপারে কয়েকটা চোখা চোখা তথ্য জানানোর জন্য এই লেখার আবতারণা। দেখুন তো চোখের সম্পর্কে এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা-

Updated By: Jun 11, 2016, 08:23 PM IST
চোখের ব্যাপারে এই তথ্যগুলো জানলে আপনার চোখ খুলে যাবেই!

ওয়েব ডেস্ক: চোখের ব্যাপারে কয়েকটা চোখা চোখা তথ্য জানানোর জন্য এই লেখার আবতারণা। দেখুন তো চোখের সম্পর্কে এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা-

১) মাতৃগর্ভে ভ্রুণ গঠন শুরুর দু'সপ্তাহ পরে চোখ তৈরী হওয়া শুরু হয়।

২) চোখের পাতা বা eyelash গুলির আয়ু ৫ মাস।

৩) এক ব্যক্তির জীবনকালে চোখেরপাতাগুলির মোট দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট হয়।

৪) চোখের তারা বা মণি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই মাপের থাকে। কিন্তু নাক এবং কান বয়সের সঙ্গে বৃদ্ধি পায়।

৫) করণিয়া হল একমাত্র টিসু যাতে রক্ত থাকে না।

৬) আমাদের মোট স্মৃতির ৮০ শতাংশই আমরা চোখে দেখা।

৭) অন্ধ ব্যক্তিরাও স্বপ্ন দেখেন। তবে জন্মান্ধ হলে তা পারেন না।

৮) মানব দেহে মস্তিষ্কের পর চোখই হল সব থেকে জটিল অঙ্গ।

৯) আমাদের চোখের মণির মাত্র ১/৬ অংশ দেখতে পাওয়া যায়।

১০) সারা পৃথিবীতে প্রায় ৩৯ মিলিয়ান মানুষ দৃষ্টিহীন।

.