প্রস্টেট ক্যানসারের প্রথম লক্ষণ কী? জেনে নিন
পুরুষদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রস্টেট ক্যানসার। সারা বিশ্বে প্রচুর পুরুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এমনকী প্রত্যেক বছর এর কারণে মৃত্যুর সংখ্যাটাও বেশ আশঙ্কার। প্রথম থেকে চিকিত্সা না করালে মারাত্মক আকার নিতে পারে প্রস্টেট ক্যানসার। কীভাবে চিনবেন এই মারণ রোগের লক্ষণ?
নিজস্ব প্রতিবেদন: পুরুষদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রস্টেট ক্যানসার। সারা বিশ্বে প্রচুর পুরুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এমনকী প্রত্যেক বছর এর কারণে মৃত্যুর সংখ্যাটাও বেশ আশঙ্কার। প্রথম থেকে চিকিত্সা না করালে মারাত্মক আকার নিতে পারে প্রস্টেট ক্যানসার। কীভাবে চিনবেন এই মারণ রোগের লক্ষণ?
আরও পড়ুন : ডিম আমিষ না নিরামিষ? এবার জানিয়েই দিলেন বিজ্ঞানীরা
গবেষকরা জানাচ্ছেন, প্রস্টেট ক্যানসারের প্রথম লক্ষণ হল প্রস্রাবের সঙ্গে রক্ত। প্রস্রাবের রং স্বাভাবিকের গোলাপি, লাল কিংবা কালো হলে ভাবনার কারণ আছে বই কি। মুত্রের সঙ্গে বেরোতে পারে রক্তও। এমন সব চিহ্ন দেখতে পেলে সঙ্গে সঙ্গে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
এছাড়াও চিকিত্সকরা জানাচ্ছেন, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত পুরুষরা প্রস্রাবের বেগ অনুভব করতে পারেন না। শুধু তাই নয়, প্রস্রাবের পর তাঁদের মনে হয় আরও প্রস্রাব হতে পারে। প্রস্টেট ক্যানসার খুব ধীরে ধীরে শরীরে বেড়ে ওঠে। বছরের পর বছর ব্যক্তি তা চিহ্নিত করতে পারেন না। এর ফলে মারাত্মক আকার ধারণ করে এই রোগ।
আরও পড়ুন : হৃদরোগ প্রতিরোধ করতে, বহুদিন বেঁচে থাকতে সাহায্য করে কুকুর: সমীক্ষা