করোনা পরীক্ষার ক্ষেত্রে জরুরি নির্দেশিকা, নিয়মে বড়সড় বদল আনল ICMR!

করোনা পরীক্ষার ক্ষেত্রে নতুন নিয়ম কী, বিপদমুক্ত থাকতে সকলেরই তা অবশ্যই জেনে রাখা জরুরি...

Edited By: সুদীপ দে | Updated By: Jul 2, 2020, 12:54 PM IST
করোনা পরীক্ষার ক্ষেত্রে জরুরি নির্দেশিকা, নিয়মে বড়সড় বদল আনল ICMR!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৯ হাজার ছাড়িয়েছে। ভারতেও বিগত ২৪ ঘণ্টায় ১৯ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনল ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, করোনা পরীক্ষার ক্ষেত্রে টিকিৎসকরেন লিখিত পরামর্শ বা প্রেস্কিপশন আর বাধ্যতামূলক নয়। এখন যে কেউ চাইলেই যে কোনও ল্যাব থেকে করোনার পরীক্ষা করাতে পারবেন। এই মর্মে সব রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ও ICMR-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব।

রাজ্যগুলিকে নমুনা সংগ্রহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। সেই সঙ্গে করোনা পজেটিভ রোগীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ হবে, তাঁদের ক্ষেত্রে RT-PCR টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে সবচেয়ে ‘সফল’ অক্সফোর্ডের টিকার একটা বিষয়ে এখনও ধোঁয়াশায় বিজ্ঞানীরা!|

ICMR-এর নির্দেশে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, করোনা পরীক্ষার মূল্য যেন সর্বত্র এক রাখা হয়। এই নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যগুলির সবকটি ল্যাবেরই করোনা পরীক্ষার যাবতীয় তথ্য রাজ্যের স্বাস্থ্য দফতর এবং ICMR-এর ডেটাবেসে আপডেট করতে হবে। ICMR-এর বিশেষজ্ঞদের মতে, যত বেশি সম্ভব করোনা পরীক্ষা, শনাক্তকরণ এবং দ্রুত, যথাযথ চিকিৎসাই হল (test-track-treat) এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়।

.