কলকাতায় ডায়রিয়াতে আক্রান্ত ১৫০

কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড। এলাকায় প্রায় ১৫০ জন বেশকয়েকদিন ধরেই ডায়রিয়ায় ভুগছেন। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার তরফ থেকে এলাকায় পোস্টার লাগিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মিস্টি জল সরবরাহ শুরু হয়েছে। যা পানের যোগ্য। তার পর থেকেই ওই জল খাওয়া শুরু করেন বাসিন্দারা। তবে এরপর থেকেই ডায়রিয়ায় ভুগছেন। বহু কাঙ্খিত মিস্টি জল ছিল। লোকজন জল খাওয়া শুরু করার পর আক্রান্ত হওয়ার পর পুরসভার তরফে জল খেতে বারন করা হয়। বাসিন্দাদের অভিযোগ, তাহলে আগে কেন পুরসভার তরফে সতর্ক করা হয়নি। ধাপার থেকে আসায়। বহুদিন থেকেই পাইপ লাইন অপিরষ্কার থাকায় এই অবস্থা। ১০১ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর গৌতম সরকারের বক্তব্য, ধাপার জল যে পাইপে আসছে তা অপরিষ্কার। তবে নির্বাচনের আগে ভোট নিশ্চিতের লক্ষ্যে সেই পাইপ পরিষ্কার না করেই তড়িঘড়ি জল চালু করেছে পুরসভা।

Updated By: Mar 1, 2015, 11:18 PM IST
কলকাতায় ডায়রিয়াতে আক্রান্ত ১৫০

ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড। এলাকায় প্রায় ১৫০ জন বেশকয়েকদিন ধরেই ডায়রিয়ায় ভুগছেন। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার তরফ থেকে এলাকায় পোস্টার লাগিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মিস্টি জল সরবরাহ শুরু হয়েছে। যা পানের যোগ্য। তার পর থেকেই ওই জল খাওয়া শুরু করেন বাসিন্দারা। তবে এরপর থেকেই ডায়রিয়ায় ভুগছেন। বহু কাঙ্খিত মিস্টি জল ছিল। লোকজন জল খাওয়া শুরু করার পর আক্রান্ত হওয়ার পর পুরসভার তরফে জল খেতে বারন করা হয়। বাসিন্দাদের অভিযোগ, তাহলে আগে কেন পুরসভার তরফে সতর্ক করা হয়নি। ধাপার থেকে আসায়। বহুদিন থেকেই পাইপ লাইন অপিরষ্কার থাকায় এই অবস্থা। ১০১ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর গৌতম সরকারের বক্তব্য, ধাপার জল যে পাইপে আসছে তা অপরিষ্কার। তবে নির্বাচনের আগে ভোট নিশ্চিতের লক্ষ্যে সেই পাইপ পরিষ্কার না করেই তড়িঘড়ি জল চালু করেছে পুরসভা।
বাসিন্দাদের অভিযোগ পেয়ে চিকিত্‍সা ব্যবস্থার পাশাপাশি তড়িঘড়ি ধাপার পানীয় জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফে। আগে কেন এই সতর্কতা দেওয়া হয়নি তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

.