Covid Update: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, ২৪ ঘণ্টায় মৃত ১ হাজার ২৫৮ জন

দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার  ৪০৩ জন। 

Updated By: Jun 27, 2021, 10:15 AM IST
Covid Update: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, ২৪ ঘণ্টায় মৃত ১ হাজার ২৫৮ জন

নিজস্ব প্রতিবদন: ডেল্টা প্লাস ভেরিয়েন্টের উদ্বেগের মাঝে, ৫০ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ০৪০ জন। গতকাল দেশে  ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৪৮ হাজার ৬৯৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রবিবারের রিপোর্ট মোতাবেক দৈনিক সুস্থ হয়েছে ৯৬.৭৫% (Recovered)। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৫ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার  ৪০৩ জন। 

আরও পড়ুন: থার্ড ওয়েভের আগেই ভারতে আসতে পারে Johnson & Johnson Covid vaccine, দাম কত?

গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ২৫৮ জনের। যা গতকালের চেয়ে বেশি। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৪০৩ জন। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ০২৯ জন।

.