Covid যুদ্ধে আশার আলো, আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে Sputnik V ভ্যাকসিন

দুনিয়ার ৬০টি দেশে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ওই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে

Updated By: May 13, 2021, 06:16 PM IST
Covid যুদ্ধে আশার আলো, আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে  Sputnik V ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই কেন্দ্রের উপরে চাপ বাড়ছিল ভ্যাকসিনের জোগান নিয়ে। সেকথা মাথায় রেখেই কোভ্যাকসিন, কোভিশিল্ডের পর রাশিয়ার স্পুটনিক V ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার সেই ভ্যাকসিন সম্ভবত আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে। এননটাই জানাল নীতি আয়োগ।

আরও পড়ুন-বন্ধ ঘরে পড়ে ছেলের মৃতদেহ; পাশে শুয়ে প্রতিবন্ধী বৃদ্ধা, ঠাকুরপুকুরে চাঞ্চল্য

বৃহস্পতিবার নীতি আয়োগের(Niti Aayog) স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা ভি কে পল সংবাদমাধ্যমে বলেন, 'Sputnik V  ভারতে এসে গিয়েছে। আশা করছি আগামী সপ্তাহ থেকে ওই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে। খুব কম সংখ্যক হলেও তা এবার বাজারে পাওয়া যাবে। '

নীতি আয়োগের সদস্য আরও বলেন, FDA কিংবা WHO যেসব ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সেইসব ভ্যাকসিনও ভারতে আসতে পারে। এনিয়ে আমদানি করার অনুমতি আগামী ১-২ দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আগামী অগাস্টের মধ্যে ২ বিলিয়ন ভ্যাকসিন ডোজ ভারতে চলে আসবে। এর মধ্যে রয়েছে ৭৫ কোটি কোভিশিল্ড ও ৫৫ কোটি কোভ্যাকসিন ডোজ।

আরও পড়ুন-শহরের বেশিরভাগ ওয়ার্ডে TMC হারতেই শুরু হকার উচ্ছেদ! সরগরম বোলপুর

উল্লেখ্য, এখনওপর্য়ন্ত মোট ৩টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। দেশে তৈরি কোভ্য়াকসিন ও কোভিশিল্ডের সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক V কেও। ওই ভ্যাকসিন ভারতে আমদানি করছে ডা রেড্ডিজ ল্যাব। দুনিয়ার ৬০টি দেশে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ওই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে।

.