Covid Update: ৬০ হাজারের গন্ডিতে দৈনিক করোনা সংক্রমণ, মৃত ২ হাজার ৭২৬ জন

স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)। এসে দাঁড়িয়েছে ৯ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন। 

Updated By: Jun 15, 2021, 09:43 AM IST
Covid Update: ৬০ হাজারের গন্ডিতে দৈনিক করোনা সংক্রমণ, মৃত ২ হাজার ৭২৬ জন

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Cases) নিম্নমুখী মঙ্গলবারও। ৭৫ দিনের মাথায় দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ(lowest after 75 days)। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৬০ হাজার ৪৭১ জন। যা গতকাল ছিল ৭০ হাজার ৪২১ জন। সেই তুলনায় দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)। এসে দাঁড়িয়েছে ৯ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন। 

আরও পড়ুন:কলকাতায় COVID সংক্রমণ ও মৃত্যু একেবারে তলানিতে, উন্নতি গোটা রাজ্যেও

 

আরও পড়ুন:সীমান্ত টপকে কীভাবে ভারতে এলেন চিনা নাগরিক? রহস্যময় পথের খোঁজে তদন্তকারীরা

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ২ হাজার ৭২৬ জন। যা গতকাল ছিল ৩ হাজার ৯২১ জনের। মোট মৃত্যু সংখ্যা (Death toll)গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনে। মোট আক্রান্তের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে মোট সুস্থের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৫ হাজার ৭০ লক্ষ ৮৮১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। সুস্থতার হার বেড়েছে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ০৭২ জন।

.