Coronavirus: দুটি ডোজ যথেষ্ট নয়; প্রয়োজনে নিতে হবে বুস্টার ডোজ, সতর্ক করলেন এইমস প্রধান

গুলেরিয়া বলেন, কবে আমাদের বুস্টার ডোজ লাগবে তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতির উপরে তা নির্ভর করছে

Updated By: Oct 23, 2021, 09:22 PM IST
Coronavirus: দুটি ডোজ যথেষ্ট নয়; প্রয়োজনে নিতে হবে বুস্টার ডোজ, সতর্ক করলেন এইমস প্রধান

নিজস্ব প্রতিবেদন: দেশের একশো কোটি মানুষকে করোনার টিকা দিয়েও শান্তি নেই। দেশের কোনও কোনও জায়গায় বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হতে পারে বুস্টার ডোজ। এমনটাই মনে করেন দিল্লি এইমস প্রধান ডা রণদীপ গুলেরিয়া।

এইমস প্রধান জানিয়েছেন, করোনার দুটি ডোজ নেওয়ার পর করোনা আক্রান্তকে হাসপাতাল ভর্তি বা মৃত্য়ুর হার কতটা বাড়ে তার উপরে নির্ভর করছে করোনার বুস্টার ডোজের। শিশুদের ভ্যাকসিন নিয়েও মুখে খুলেছেন গুলেরিয়া। তাঁর দাবি, গোটা দুনিয়াই শিশুদের ভ্যাকসিনের কথা চিন্তাভাবনা করছে। শীঘ্রই ওই ভ্যাকসিন বাজারে এসে যাবে।

আরও পড়ুন-Asansol : সরকারি গম নিয়ে 'নয়ছয়'! পূর্ব বর্ধমানের বরাদ্দ গম আসানসোলের মিলে বিক্রির অভিযোগ

বিশ্বের কয়েকটি দেশ বুস্টার ডোজ চালু করে দিয়েছে। গুলেরিয়া বলেন, কবে আমাদের বুস্টার ডোজ লাগবে তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতির উপরে তা নির্ভর করছে। দ্বিতীয় ডোজের এক বছর পর এনিয়ে বাবা যেতে পারে। তবে দ্বিতীয় ডোজের পর সংক্রমণ নিয়ে আমাদের হাতে আরও পরিসংখ্যান প্রয়োজন। ব্রিটেনে সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে হাসপাতালে যাওয়া বা মৃত্যুর সংখ্যা কম সেখানে। গত ডিসেম্বরে সেখানে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল। এখন সেখানে সংক্রমণ বাড়ছে। আমাদের দেশেও যদি সেরকম হয় তাহলে ব্যবস্থা নিতে হবে। মনে রাখা প্রয়োজন, করোনা ভাইরাস বারবার মিউটেট করছে। সেক্ষেত্রে একটা বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন-Viral : অভিনব কায়দায় সোনার চেন চুরি, প্রতারককে পাকড়াও করে চলল গণধোলাই

কেন্দ্র কি এনিয়ে কোনও পরিকল্পনা করে ফেলেছে? গুলেরিয়া বলেন, এখনও সব পরিকল্পনা কেন্দ্র ছকে ফেলেছে এমনটা ভাবার কোনও কারণ নয়। এনিয়ে কথা চলছে। আগামী বছর হয়তো বুস্টার ডোজ দেওয়া শুরু হতে পারে।  সেটা পরিস্থিতির কথা বিচার করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.