Covid-19: হাজারের কাছাকাছি বাংলায় কোভিড সংক্রমণ, কলকাতায় মৃত ৪

রাজ্যে করোনার সংক্রমণ (Covid-19) হাজারের কাছাকাছি। আগের দিনের চেয়ে কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়েনি। তবে খুব একটা কমেওনি। সংক্রমণের হার ২.০৮%। 

Updated By: Oct 31, 2021, 12:07 AM IST
Covid-19: হাজারের কাছাকাছি বাংলায় কোভিড সংক্রমণ, কলকাতায় মৃত ৪

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনার সংক্রমণ (Covid-19) হাজারের কাছাকাছি। আগের দিনের চেয়ে কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়েনি। তবে খুব একটা কমেওনি। সংক্রমণের হার ২.০৮%। 

শনিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ১৩১ জনের। করোনা আক্রান্ত ৯৮০। সংক্রমণ হার ২.০৮ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা  ২৭২। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৮। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ৮২, ৭৩, ৮৫ ও ৪৫।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১৩ জনের। কলকাতায় মৃত ৪। উত্তর ২৪ পরগনায় ৫ জন মারা গিয়েছেন। কোভিডে সেরেছে ৮৬০ জনের। রাজ্যে সক্রিয় আক্রান্ত ৮,২২৩। এ দিন ৯ লক্ষ ৯৯ হাজার ৬১০ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।           

আরও পড়ুন- Tripura: বিপ্লবকে হুঁশিয়ারি, নেত্রীর ১১-র 'বদল'-র মন্ত্রেই ত্রিপুরায় পা রাখছেন Abhishek
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)        

    

.