Covid-19: টানা তিন দিন রাজ্যে ৭৫০-র উপরে দৈনিক সংক্রমণ, কলকাতায় শতাধিক আক্রান্ত
করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১০ জনের।
নিজস্ব প্রতিবেদন: টানা তিন দিন ধরে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ৭৫০-র উপরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। মৃত ১০। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ শতাধিক।
রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) বলছে, রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৭৭৯ জনের। কোভিড ভাইরাস ধরা পড়েছে ৭৫১ জনের শরীরে। কলকাতায় টানা ১২ দিন ধরে দৈনিক সংক্রমণ ১০০-র উপরে। সংক্রামিত ১২৫। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১২৪। হাওড়া,হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৩৬, ৪৯ ও ৫৯। ৬০ জন আক্রান্ত দার্জিলিঙে।
করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১০ জনের। কলকাতায় মৃত ১। উত্তর ২৪ পরগনায় মৃত ২। ৪ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ১৮৭। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
এ দিন রাজ্যে টিকা (Covid Vaccination) পেয়েছেন ৫ লক্ষ ৬৮ হাজার ৩৬৪ জন। টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লক্ষ ৭৮ হাজার ৯০১ জনকে। ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।
আরও পড়ুন- Covaxin-র অভাবে সব টিকাকেন্দ্র বন্ধ করল কলকাতা পুরসভা, ২ লক্ষ ডোজ মজুত, দাবি CMS-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)