Covid-19: কলকাতায় কোভিড ক্রমবর্ধমান, উত্তর ২৪ পরগনায় মৃত ৪
রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
নিজস্ব প্রতিবেদন: আগের দিনের চেয়ে রাজ্যে সামান্য কমল দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৭৬০ জন। মৃত ১১। কলকাতায় আক্রান্ত দেড়শোর উপরে। আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।
রবিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, রাজ্যে ৩৫ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ধরা পড়েছে ৭৬০ জনের। সংক্রমণের হার ২.১৫%। শীর্ষে কলকাতা। আক্রান্ত ১৬৬। ফলে কলকাতায় টানা দেড়শোর উপরেই থাকছে সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১২৩।
রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১১ জনের। কলকাতায় মৃত ২। ৪ জন মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনায়। নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। কোভিড সেরেছে ৭৩৪ জনের। রাজ্যের সক্রিয় আক্রান্ত ৭,৬৪৯। সুস্থতার হার ৯৮.৩২%।
উৎসবেও টিকাকরণ চলছে পূর্ণ উদ্যমে। ১৩ লক্ষ ৫২ হাডার ৬৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে রাজ্যে। প্রথম ডোজ পেয়েছেন ১১ লক্ষ ৬৪ হাজার ৯১৯ জন। ১ লক্ষ ৮৭ হাজার ৭২৪ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
আরও পড়ুন- এখানে চিনা গাড়ি বেচবেন না, সব দেব ভারতেই তৈরি করুন, Tesla-কে বলেছেন Nitin
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)