Coronavirus India: দৈনিক সংক্রমণ পেরোল ৪০ হাজার, ৫০০-এর উপরে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন।

Updated By: Aug 5, 2021, 11:01 AM IST
Coronavirus India: দৈনিক সংক্রমণ পেরোল ৪০ হাজার,  ৫০০-এর উপরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার যে আশঙ্কা ছিল, তা এখনও রয়েছে দেশে। বেশ কিছুদিন যাবৎ করোনা সংক্রমণ ৪০ হাজারের নীচে নামলেও, বুধবার থেকে ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ৷ বৃহস্পতিবারও দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের উপরেই রয়েছে। দেশে দৈনিক মৃত্যু হারও স্বস্তি দিচ্ছে না। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের। 

এদিকে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সেই পরিসংখ্যান নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র। উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার প্রমাদও গুনছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। 

আরও পড়ুন, রাজ্যে বাড়ল দৈনিক Covid সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত শতাধিক

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৭২৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনা মুক্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। 

দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি হয়েছে দক্ষিণের এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৬ হাজার ১২৬ জন। ওনাম এবং দুর্গাপুজোতে সংক্রমণ ফের বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র।

.