Corona Update: সর্বোচ্চ সুস্থতার হার, তবু বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

১৮৬ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা

Updated By: Sep 22, 2021, 10:45 AM IST
Corona Update: সর্বোচ্চ সুস্থতার হার, তবু বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases)। একইসঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুও (Daily Deaths)। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) দ্বারা প্রকাশিত বুলেটিন (Corona Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। মঙ্গলবার প্রকাশিত রিপোর্ট অনুসারে আক্রান্ত হয়েছিলেন ২৬ হাজার ১১৫ জন। গতকালের তুলনায় ৩.২ শতাংশ বেড়েছে সংক্রমণ।

এদিকে দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জনের। এদিকে দেশে বর্তমানে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন। বিগত ১৮৬ দিনে সক্রিয় রোগীর সংখ্যা সর্বনিম্ন। 

আরও পড়ুন: Covid-19 Endemic: এবার থেকে করোনা নিয়েই 'ঘর করতে' হবে ভারতীয়দের

তবে দেশে করোনার দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা (Recovered) বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন। মার্চ মাসের পর সুস্থতার হার ফের সর্বোচ্চ স্থানে পৌঁছল। দেশে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশজুড়ে মোট ভ্যাকসিন নিয়েছেন ৮২ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার ৭৫৪ জন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.