Coronavirus: ফের বাড়ল সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ৩৭ হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। 

Updated By: Sep 8, 2021, 11:05 AM IST
Coronavirus: ফের বাড়ল সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ৩৭ হাজারের বেশি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারের করোনা রিপোর্ট স্বস্তিদায়ক হলেও বুধবারে ফের বাড়ল দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২২২। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৮৭৫। 

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮৷ কোভিড অ্যাকটিভ কেস মোট ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬।  মঙ্গলবার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ২৯০ জনের। বুধবার যদিও সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৯ জন। 

আরও পড়ুন, Covid Protocol: সতর্কতা কলকাতা বিমানবন্দরে! কোভিডবিধিভুক্ত হল চিন-সহ ৭ দেশ

এখনও পর্যন্ত দেশে করোনা কোপে প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১ জন। দেশে যদিও জোর কদমে চলেছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ৭৮ লক্ষ ৪৭ হাজার ৬২৫টি টিকাকরণ হয়েছে দেশে৷ 

এদিকে, পুজোর আগে রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ। সোমবার রাজ্যে অনেকটাই কমেছিল করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুসারে, একদিনে আক্রান্ত হয়েছে ৬০১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১০৫ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দার্জিলিংও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.