Coronavirus: দেশে কিছুটা কমল সংক্রমণ, মৃত্যু হার বৃদ্ধিতে চিন্তা

 কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ।

Updated By: Sep 11, 2021, 11:16 AM IST
Coronavirus: দেশে কিছুটা কমল সংক্রমণ, মৃত্যু হার বৃদ্ধিতে চিন্তা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা। দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ল প্রায় ২০ শতাংশ। তবে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৭৬। 

বৃহস্পতিবার একদিনে কোভিড আক্রান্ত হয়েছিল ৪৩ হাজার ২৬৩ জন। শুক্রবারে সেই সংখ্যা ৪০ হাজারের নীচে৷ গতকাল আক্রান্ত হয়েছিল ৩৪ হাজার ৯৭৩ জন। এদিকে,দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬। 

আরও পড়ুন, Covid-19: কোভিডের সঙ্গে মিল রয়েছে dengue, scrub typhus-এর উপসর্গের! কীভাবে বুঝবেন কোন রোগে আক্রান্ত?

দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ১৩ হাজার ৪৫৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৩৬ লক্ষ ৬২ হাজার ৭৩১।

এদিকে, কেরলেই একদিনে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১০ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৭৭ জন।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.