Coronavirus: করোনায় বাড়ছে প্রাণহানি, দৈনিক মৃত্যুহারে উদ্বেগ বৃদ্ধি দেশে

টিকাকরণে ভরসা রেখে কোভিড সংক্রমণে রাশ টানার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। 

Updated By: Nov 10, 2021, 11:30 AM IST
Coronavirus: করোনায় বাড়ছে প্রাণহানি, দৈনিক মৃত্যুহারে উদ্বেগ বৃদ্ধি দেশে
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: করোনার দাপট কমলেও এখনও পুরোপুরি সুস্থ হয়নি দেশ। বরং দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও ১০ হাজারের ওপরেই রয়েছে৷ টিকাকরণে ভরসা রেখে কোভিড সংক্রমণে রাশ টানার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। কিন্তু এবার চিন্তা বৃদ্ধি মৃত্যুহারে। গত একদিনে অ্যাক্টিভ সংখ্যা কমলেও করোনা কোপে প্রাণ হারানোর সংখ্যা বাড়ল অনেকটাই। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে কিছুটা বেশি। মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১০ হাজার ১২৬ জন। যা গত ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪৫১। মঙ্গলবার সেই সংখ্যাটা ১১.৬ শতাংশ কমেছিল। কিন্তু বুধবার ফের ১১ হাজারের গণ্ডি পার। 

আরও পড়ুন, Covid 19: কারা এখনও টিকা পাননি? এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন স্বাস্থ্যকর্মীরা

এদিকে চিন্তা বাড়িয়ে একদিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। বুধবারের রিপোর্ট অনুযায়ী, কোভিড ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। এর মধ্যে কেরলে মৃত ৪৭ জন। দেশে এখনও অবধি করোনা কোপে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন। মঙ্গলবার দেশে মারণ ভাইরাসের বলি হয়েছিল ৩৩২ জন, যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি ছিল। বুধবার তা আরও বেড়ে ৫০০ ছুঁইছুঁই। 

এদিকে, সংক্রমণ নিয়ে নতুন করে ভয় ধরাচ্ছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪০৯ জন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনা। দৈনিক সংক্রমণ  অনেকটাই বৃদ্ধি পেল। সোমবারের থেকে অনেকটাই বাড়ল সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮৮। যা মঙ্গলবারের তুলনায় অনেকটা বেশি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.