Coronavirus: দেশে একলাফে কমল দৈনিক সংক্রমণ, ২৫০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস
করোনার সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫০ দিনের মধ্যে সংক্রমণ সবচেয়ে কম।
নিজস্ব প্রতিবেদন: উৎসব আবহে বড় স্বস্তি দেশে৷ এক লাফে অনেকটাই কমল সংক্রমণ। করোনার সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫০ দিনের মধ্যে সংক্রমণ সবচেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৮৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও একলাফে অনেকটা বাড়ল মৃত্যু। দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ২১ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে।
আরও পড়ুন, বিল নিয়ে জালিয়াতি নার্সিংহোমের, কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য কমিশন
সংক্রমণ কমার পাশাপাশি দেশে নিম্নমুখী করোনা অ্যাক্টিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১০৬ কোটি ৮৫ লক্ষ ৭১ হাজার ৮৭৯ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষের ৯ হাজার ৪৫ জনের।
অন্যদিকে রাজ্যেও বেশ কিছুটা কমল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন। যদিও সোমবার দৈনিক নমুনা পরীক্ষা কম হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। দীপাবলির আগে এই পরিসংখ্যানই আশা জাগাচ্ছে রাজ্যে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)