এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে কোভিড সংক্রমণ, মৃত্যু হারে নিম্নমুখীই
বিজ্ঞানীরা জানিয়েছেন যে হারে সংক্রমণ বেড়ে চলেছে দেশে, সেখানে চতুর্থ ঢেউ হয়তো সময়ের অপেক্ষা।
নিজস্ব প্রতিবেদন: চতুর্থ ঢেউ নিয়ে লাল সংকেত এসে গিয়েছে দেশে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে হারে সংক্রমণ বেড়ে চলেছে দেশে, সেখানে চতুর্থ ঢেউ হয়তো সময়ের অপেক্ষা। প্রতিদিনই প্রায় বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহের থেকে প্রায় অনেকটাই বেড়েছে সংক্রমণ সংখ্যা। পরিসংখ্যানের হিসেবে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রায় তিন সপ্তাহ আগে থেকেই করোনা গ্রাফের এই চিত্র দেখা গিয়েছে। ১১ সপ্তাহ আগে থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে করোনাগ্রাফ।দেশের অন্যান্য শহরের তুলনায় দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। এই তিন রাজ্যেই প্রথম কোভিডের গ্রাফে লাফ দেখা যায়৷ তবে গত সপ্তাহ থেকে আরও ৯টি রাজ্যে করোনা বাড়তে শুরু করেছে৷
কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থান, পাঞ্জাব, কর্নাটকে অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ। গত সপ্তাহের তুলনায় প্রায় ৬ হাজার ৩০০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির নয়া প্রজাতির জেরে ফের বাড়বাড়ন্ত করোনার। এখনও পর্যন্ত যতগুলি নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ওমিক্রনের BA.2.12.1 প্রজাতি এবং আরও ৮টি উপপ্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।
যদিও সেগুলির জিনোম সিকোয়েন্সিং করা হয়নি বলে সেই উপপ্রজাতি গুলি সম্পর্কে বিশদে এখনও জানা যায়নি।