Corona Update:কমল দৈনিক সংক্রমণ,আশার আলো দেখিয়ে ৪ হাজারের নিচে মৃতের সংখ্যা

  ২৪ ঘণ্টায় করোনা মুক্ত ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন।

Updated By: May 23, 2021, 10:17 AM IST
Corona Update:কমল দৈনিক সংক্রমণ,আশার আলো দেখিয়ে ৪ হাজারের নিচে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: চরম সংকটকালে একটু আশার আলো। দেশে পরপর তিনদিন কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। রবিবার প্রকাশিত  স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। শনিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯। ফলে সামান্য হলেও কমেছে সংক্রমণ। একই সঙ্গে নিম্নগামী মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। শনিবার যে সংখ্যাটি ছিল ৪ হাজার ১৯৪ জন। ফলে অনেকদিন পর চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। 

আরও পড়ুন: Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১০ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জন।

আরও পড়ুন: ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

দৈনিক করোনা পরীক্ষায় ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR)-এর রিপোর্ট অনুযায়ী, ২২ মে দেশে করোনা পরীক্ষা হয়েছে ২১ লক্ষ ২৩ হাজার ৭৮২ জনের।

.