২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ৩ লাখ ৫৩ হাজার, মৃত ২,৮১২
স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮১২ জনের। যা গত কালের চেয়ে খানিক বেশি।
নিজস্ব প্রতিবেদন: প্রায় সাড়ে তিন লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায়। তবে গতকালের চেয়ে অনেকাংশে কম। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮১২ জনের। যা গত কালের চেয়ে খানিক বেশি।
কোভিড মুক্ত হয়েছেন ২,১৯,২৭১ জন। যা গতকালের চেয়ে বেশি। ভারতে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ১,৭৩,১৩,১৬৩। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৩,০৪,৩৮২। মোট মৃত্য হয়েছে ১,৯৩,১২৩ জনের। তবে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। যা মূলত চিন্তার বড় কারণ হয়ে উঠেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ২৮, ১৩,৬৫৮। আর এই সংখ্যাতেই মুখ থুবড়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। চিতার লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে।
India reports 3,52,991 new #COVID19 cases, 2812 deaths and 2,19,272 discharges in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,73,13,163
Total recoveries: 1,43,04,382
Death toll: 1,95,123
Active cases: 28,13,658Total vaccination: 14,19,11,223 pic.twitter.com/32V7eKf1UR
— ANI (@ANI) April 26, 2021
এর মধ্যেই চলছে ভ্যাকসিন প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ১৪,১৯,১১,২২৩ জন।