গাড়িতে AC চালাচ্ছে? ডেকে আনছেন ভয়ঙ্কর বিপদ...

AC ছাড়া বাঁচতে পারেন না? বাড়িতে AC। অফিসে AC। তার ওপর গাড়িতেও AC চাই? জানেন না কী করছেন। স্বয়ং যমরাজকে ইনভাইট করছেন আপনার জীবনে। গাড়িতে চড়ুন। AC অন করুন। আর বেডরুমের পরিবেশ পান। লোভনীয় বিজ্ঞাপনে আমাদের কে না মজে যাই? এই বাড়তি আরামের লোভই আমাদের ঠেলে দিচ্ছে বাড়তি বিপদের মুখে। সমস্যা গুরুতর।

Updated By: Jul 6, 2017, 07:40 PM IST
গাড়িতে AC চালাচ্ছে? ডেকে আনছেন ভয়ঙ্কর বিপদ...

ওয়েব ডেস্ক : AC ছাড়া বাঁচতে পারেন না? বাড়িতে AC। অফিসে AC। তার ওপর গাড়িতেও AC চাই? জানেন না কী করছেন। স্বয়ং যমরাজকে ইনভাইট করছেন আপনার জীবনে। গাড়িতে চড়ুন। AC অন করুন। আর বেডরুমের পরিবেশ পান। লোভনীয় বিজ্ঞাপনে আমাদের কে না মজে যাই? এই বাড়তি আরামের লোভই আমাদের ঠেলে দিচ্ছে বাড়তি বিপদের মুখে। সমস্যা গুরুতর।

আরও পড়ুন- স্মৃতিভ্রংশের লক্ষণগুলি জেনে নিন
 
কাচবন্ধ গাড়ি যদি রোদে পার্ক করানো যাতে এবং বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে ভিতরে ২-৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে AC অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে, যা আমাদের সহনক্ষমতার ৪০ গুণ বেশি। দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক।

এর ফলে, অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে। লোহিত কণিকার উত্‍পাদন কম হয়। রক্তাল্পতা দেখা দিতে পারে। অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। ঋতুচক্র অনিয়মিত হতে পারে। লিউকোমিয়া বা রক্তের ক্যানসার হতে পারে।

হঠাত্‍ শরীরে বেশি পরিমাণ বেঞ্জিন ঢুকে গেলে হৃতযন্ত্র কাজ বন্ধ করে দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ গাড়ি খুলে ঢোকার পরেই AC চালাবেন না। এবং AC চালানোর পর অন্তত ১০ মিনিট কাচ নামিয়ে রাখুন। যাতে জমে থাকা বেঞ্জিন বেরিয়ে যায়।

.