কোন Vaccine-র পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, জানিয়ে দিল Bharat Biotech ও Serum Institute

বিরল হলেও টিকা গ্রহণকারীর শ্বাসকষ্ট, গলা বা মুখ ফুলে যাওয়া, ঝিমুনি হতে পারে।

Updated By: Jan 19, 2021, 06:57 PM IST
কোন Vaccine-র পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, জানিয়ে দিল Bharat Biotech ও Serum Institute

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হয়েছে। এর মধ্যেই Covaxin-র ঝুঁকি-সহ একাধিক বিষয় নিয়ে তথ্য প্রকাশ করেছে Covaxin প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক(Bharat Biotech)। এমাসের গোড়ার দিকে Covishield নিয়ে একই ধরনের তথ্য দিয়েছে সেরাম ইনস্টিটিউটও(Serum Institute)।

কারা নিতে পারবেন না Serum Institute-র টিকা Covishield

কোনও ওষুধ বা খাবারে অ্যালার্জি থাকলে।

গায়ে জ্বর থাকলে।

রক্তক্ষরণজনতি সমস্যা থাকলে।

গর্ভবতী হলে বা গর্ভধারনের কোনও পরিকল্পনা থাকলে।

সন্তানকে স্তনদুগ্ধ দিলে।

অন্য কোনও করোনা টিকা নিয়ে থাকলে।

Covishield-র পার্শ্ব প্রতিক্রিয়া

টিকা নেওয়ার জায়গায় চুলকানি, ফোলাভাব, লাল হয়ে যাওয়া।

জ্বর জ্বর ভাব।

মাথাধরা, মাথা ঘোরা, বমিবমি ভাব।

জয়েন্ট পেইন বা মাংস পেশীতে যন্ত্রণা।

টিকা নেওয়ার জায়গা শক্ত হয়ে যাওয়া।

বিরল হলেও হতে পারে

ঝিমুনি, ক্ষিদে কমে যাওয়া, দেহের বিভিন্ন গ্রন্থি ফুলে যাওয়া, অত্যাধিক চুলকানি, চামড়ায় র্যাশ বের হতে পারে।

আরও পড়ুন-Suvendu-র সভার আগেই উত্তপ্ত খেজুরি, জখম বহু বিজেপি কর্মী

কারা নিতে পারবেন না Covaxin

যাদের কোনও অ্যালার্জি রয়েছে।

জ্বর রয়েছে।

রক্তক্ষরণজনিত সমস্যা রয়েছে।

এমন কোনও ওষুধ খাচ্ছেন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরে প্রভাব ফেলে।

যে সব মা সন্তানদের স্তনদুগ্ধ পান করাচ্ছেন।

যেসব মহিলা গর্ভবতী।

আরও পড়ুন-সায়নী ঘোষকে ধমক দিচ্ছে BJP, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেব : Mamata Banerjee

Covaxin-র পার্শ্ব প্রতিক্রিয়া

ইনজেকশন নেওয়ার জায়গায় যন্ত্রণা।

জায়গাটি ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া কিংবা চুলকানি হওয়া।

বাহুর যেখানে ইনজেকশন দেওয়া হচ্ছে সেই জায়গাটি শক্ত হয়ে যাওয়া।

যে হাতে ইনজেকশন নেওয়া হচ্ছে সেটি দুর্বল হয়ে যাওয়া।

গায়ে ব্যথা, মাথা ধরা, জজ্বর, দুর্বলতা, বমি বমি ভাব, মাথা ঘোরা।

বিরল হলেও টিকা গ্রহণকারীর শ্বাসকষ্ট, গলা বা মুখ ফুলে যাওয়া, গোটা শরীরে র্যাস বের হওয়া, ঝিমুনি হতে পারে।

.