ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স, সিআইডি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স। CID তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জাল MBBS ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শুধু ভুয়ো ডাক্তার তৈরিই নয়, একইরকম ভাবে ভুয়ো নার্স তৈরির কারবারও ফেঁদে বসেছিল অভিযুক্তরা। এক্ষেত্রেও কাজ করত একই চক্র। CID-র সন্দেহ, জাল নথি ও ডিগ্রি দিয়ে কয়েকজন নার্সকেও সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়েছে।

Updated By: May 8, 2017, 02:32 PM IST
ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স, সিআইডি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক: ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স। CID তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জাল MBBS ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শুধু ভুয়ো ডাক্তার তৈরিই নয়, একইরকম ভাবে ভুয়ো নার্স তৈরির কারবারও ফেঁদে বসেছিল অভিযুক্তরা। এক্ষেত্রেও কাজ করত একই চক্র। CID-র সন্দেহ, জাল নথি ও ডিগ্রি দিয়ে কয়েকজন নার্সকেও সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন জানেন তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী?

ইতিমধ্যেই ভুয়ো ডাক্তার চক্রে নাম জড়িয়েছে তিন স্বাস্থ্যকর্তা ও এক CMOH-এর স্বামীর। তাহলেই বুঝুন, মানুষ যাবে কোথায়? ডাক্তার নার্সদেরও যদি মানুষ ভরসা করতে না পারেন, তাহলে যে খুব বড় সামাজিক অবক্ষয়ের দিকে পা বাড়িয়ে ফেলেছি আমরা।

আরও পড়ুন  দারুচিনির গুণাগুণগুলি জেনে নিন

.