এবার বাংলাদেশে দেখা মিলল গাছ মানুষের

Updated By: Feb 5, 2016, 06:30 PM IST
এবার বাংলাদেশে দেখা মিলল গাছ মানুষের

ওয়েব ডেস্কঃ জঙ্গলের মধ্যে হঠাতই জ্যান্ত হয়ে উঠল গাছ। মানুষের মতো হাত পা বাড়িয়ে হয়ে উঠল মানুষখেকো। অথবা জলজ্যান্ত বাচ্চা ছেলেটা হঠাতই হয়ে উঠল রাক্ষুসে গাছ। ‘এক্সোরসিস্ট’ বা ‘গার্ডিয়ান’ এর এইসব দৃশ্য প্রায় সকলেরই চেনা। কিন্তু এমটা যদি সত্যি হয়? চোখের সামনে একটু করে গাছ হয়ে যায় একজন মানুষ?এরকমটাই ঘটছে বাংলাদেশের আব্দুল বাজান্দারের সঙ্গে। তবে এ ঘটনা কোনও ভূতের কাণ্ড নয়। রোগ।

২৫ বছরের এই যুবকের হাত পা থেকে মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসছে গাছের শাখা প্রশাখার মতো। দেখে মনে হচ্ছে তার হাত, পা থেকে গাছ জন্মেছে। আব্দুলের এই অদ্ভূত রোগের নাম এপি্ডার্মোডিস্প্লাসিয়া ভেরুসিফোরমিস। এক ধরণের বিরল চামড়ার রোগ। সাত বছর ধরে এই রোগের শিকার পেশায় রিক্সাচালক। বর্তমানে তার রোগের কথা জানতে পারার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

.