খালি পেটে চা খান? জেনে নিন শরীরের কী কী ক্ষতি করছেন!

আসুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক...

Updated By: Aug 25, 2019, 04:16 PM IST
খালি পেটে চা খান? জেনে নিন শরীরের কী কী ক্ষতি করছেন!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: তেষ্টা মেটাতে বা শরীরের অবসন্ন ভাব কাটাতে চায়ের জুড়ি মেলা ভার! শরীরের ক্লান্তি কাটাতে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালবাসেন! কিন্তু জানেন কি, খালি পেটে চা খাওয়ার অভ্যাস কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে! আসুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক...

১) খালি পেটে ব্ল্যাক টি খেলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। যার ফলে পেটে একটা অস্বস্তি তৈরি হয়।

২) খালি পেটে চা খেলে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা বাড়ে।

৩) খালি পেটে চা খেলে বাড়তে পারে গ্যাসট্রিকের সমস্যা।

৪) খালি পেটে চা খেলে চায়ে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব বা ওই রকম অস্বস্তি তৈরি করে।

৫) দিনে ৪ থেকে ৫ কাপের বেশি চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাতে পারে।

আরও পড়ুন: এই ভাবে চা, কফি খেলে বাড়বে ক্যান্সারের ঝুঁকি!

৬) খালি পেটে চা খাওয়ার অভ্যাস শরীরের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা কমিয়ে দেয়। ফলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পায় না।

৭) খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

৮) খালি পেটে আদা চা খেলে বাড়তে পারে গ্যাসট্রিকের সমস্যা।

.