সারা বিশ্বের শৌচালয়ের বাইরে মলত্যাগী জনসংখ্যার ৬০ শতাংশ ভারতের বাসিন্দা
Updated By: Aug 5, 2014, 02:49 PM IST
ভারতের গ্রামের অধিকাংশ বাড়িতেই নেই শৌচালয়। মল, মূত্র ত্যাগ থেকে শুরু করে স্নানের মতো বেশির ভাগই কাজই করতে হয় বাড়ির বাইরে খোলা আকাশের নিচে। আর এখন ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ও ইউনিসেফের যুগ্ম রিপোর্ট জানাচ্ছে, বিশ্বের জনসংখ্যার যত জন শৌচালয় ছাড়াই মলত্যাগ করেন তার ৬০ শতাংশই ভারতের বাসিন্দা।
রাজ্য সভায় পেশ হওয়া এই রিপোর্টের জবাবে ভারতের পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রী জানান, এই সমস্যা সমাধানে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মল ভারত অভিযান শুরু হয়েছে। এই অভিযানের প্রথম পদক্ষেপ গ্রামীণ ভারতে স্যানিটেশনের সুবিধা গড়ে তোলা। শৌচালয় তৈরির পাশাপাশি বাইরে মলত্যাগের অপকারিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।