বাড়ছে সুস্থতার হার! দেশজুড়ে প্রতিদিন ১০ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা

বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, এ দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লক্ষ ১ হাজার ৯০৮ জন মানুষ।

Edited By: সুদীপ দে | Updated By: Sep 2, 2020, 11:50 AM IST
বাড়ছে সুস্থতার হার! দেশজুড়ে প্রতিদিন ১০ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ৫৯ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬১ হাজার ২৭৭ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই এ দেশে ৭৫-৭৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। তবে এই পরিস্থিতিতেও আশা জাগাচ্ছে দেশের সুস্থতার হার।

বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১ সেপ্টেম্বরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। শুধু মঙ্গলবারেই নয়, প্রতিদিনই দেশজুড়ে লক্ষাধিক মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩। এর মধ্যে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লক্ষ ১ হাজার ৯০৮ জন মানুষ। অর্থাৎ, দেশে করোনায় সুস্থতার হার ৭৭ শতাংশ।

আরও পড়ুন: বিশেষ পেইনলেস সূচ তৈরি করল IIT খড়গপুর! কোনও ইনজেকশনেই আর থাকবে না ব্যথার ভয়

করোনার সক্রিয় কেস বা এই মুহূর্তে চিকিৎসাধীন বা আইসোলেশনে থাকা করোনা রুগীর সংখ্যা ৮ লক্ষ ১ হাজার ২৮২। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৬৬,৩৩৩ জনের। অর্থাৎ, দেশে করোনায় মৃত্যুর হার ১.৮ শতাংশ। ফলে সব মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে গোটা দেশ।

.