Corona Update India: কিছুটা বাড়লেও ২০ হাজারের নিচেই দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও
সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৩ লক্ষের নিচে
নিজস্ব প্রতিবেদন: (Corona Update in India) দেশে টানা দু'দিন কুড়ি হাজারের নিচেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona Daily Cases)। যদিও মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৭৯৫ জন। এদিন ২০১ দিন পর সর্বনিম্নে নেমে আসে দৈনিক করোনা আক্রান্তের (Corona Update Bangla) সংখ্যা।
এদিকে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় দৈনিক মৃত্যুও (Corona Death)। বুধবার করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন। মঙ্গলবার করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৭৯ জন। দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন।
আরও পড়ুন: ZyCoV-D: ১২ বছরের ঊর্ধ্বে ২ ডোজই কি যথেষ্ট? কলকাতায় শুরু হচ্ছে ট্রায়াল
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। যার ফলে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) নেমেছে ৩ লক্ষের নিচে। দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০।
India reports 18,870 new #COVID19 cases, 28,178 recoveries, and 378 deaths in the last 24 hrs as per Union Health Ministry
Total cases 3,37,16,451
Total recoveries 3,29,86,180
Death toll 4,47,751
Active cases 2,82,520Total vaccination 87,66,63,490 (54,13,332 in last 24 hrs) pic.twitter.com/bZ0aM3U6lX
— ANI (@ANI) September 29, 2021
বিগত একমাস ধরে ৩ শতাংশের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate)। প্রতি একশো জনে করোনা আক্রান্তের হার ১.২৫ শতাংশ। মোট আক্রান্তের মাত্র ০.৮৭ শতাংশ সক্রিয় রোগী রয়েছেন। এদিকে ২০২০ এর মার্চের পর সর্বোচ্চ রয়েছে সুস্থতার হার (Recovery Rate)। দেশে বর্তমানে করোনার সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ।
আরও পড়ুন: Bharat Biotech: WHO এর অনুমোদন পেতে মরিয়া চেষ্টা ভারত বায়োটেকের
গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২ জন ব্যক্তি। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাত থেকে এগারো বছর বয়সী বাচ্চাদের জন্য আমেরিকার নোভোভ্যাক্স ভ্যাকসিনের ট্রায়ালে এদেশের সেরাম ইনস্টিটিউটকে (Serum Institute) অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থা বা ডিসিজিআই (DCGI)। ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য ইতিমধ্যেই কোভোভ্যাক্স টিকার ট্রায়াল চালাচ্ছে সেরাম ইনস্টিটিউট।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)