সুখবর দিল আদর পুনাওয়ালা, ইউরোপে মান্যতা পেল কোভিশিল্ড, তবে কঠোর হল ভ্রমণনীতি

ইউরোপ ভ্রমণকারীদের জন্য সুখবর দিলেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনওয়ালা

Updated By: Jul 18, 2021, 07:51 AM IST
সুখবর দিল আদর পুনাওয়ালা, ইউরোপে মান্যতা পেল কোভিশিল্ড, তবে কঠোর হল ভ্রমণনীতি

নিজস্ব প্রতিবেদন: ইউরোপের ১৬ টি দেশে মান্যতা পেল কোভিশিল্ড। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনওয়ালা জানিয়েছেন, ইউরোপ ভ্রমণকারীদের জন্য সুখবর। কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া থাকলে ইউরোপের ১৬ দেশে পা রাখা যাবে। কার্যত একপ্রকার চাপে পড়েই বদলাতে হল ভ্যাকসিন নীতি।  শনিবার ফ্রান্সের  প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স  একটি বিবৃতি জারি করে নতুন টিকানীতির ঘোষণা করেন।

জানা গিয়েছে, কোভিশিল্ড মান্যতা পেলেও কঠোর হয়েছে ভ্রমণনীতি। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর এক সপ্তাহ পর সে দেশে প্রবেশ করার অনুমতি মিলবে। পাশাপাশি দেখাতে হবে নেগেটিভ রিপোর্ট।    

ফাইজ়ার-বায়োএনটেক, মডার্নাতেও ছাড় রয়েছে ইউরোপে। ফ্রান্সেও কোভিশিল্ডের স্বীকৃতি মেলায় এই নিয়ে মোট ১৪টি ইউরোপীয় ইউনিয়ন দেশে ভারতের ভ্যাকসিনকে গ্রহণ করা হল। এর আগে বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, লাটভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনে আগেই কোভিশিল্ডকে মান্যতা দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় ঢুকল ফ্রান্সের নাম।

যে যে দেশে মান্যতা পেয়েছে  কোভিশিল্ড

 

  • ফ্রান্স
  • জার্মানি
  • স্লোভেনিয়া
  • অস্ট্রিয়া
  • গ্রীস
  • আয়ারল্যান্ড
  • এস্তোনিয়া
  • স্পেন
  • আইসল্যান্ড
  • নেদারল্যান্ডস
  • আফগানিস্তান
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা
  • আর্জেন্টিনা
  • বাহরাইন
  • বাংলাদেশ
  • বার্বাডোস
  • ভুটান
  • বলিভিয়া (বহুজাতিক রাষ্ট্র)
  • বোতসোয়ানা
  • ব্রাজিল
  • অ্যাবো ভার্দে
  • কানাডা
  • কোট ডি আইভায়ার
  • ডোমিনিকা
  • মিশর
  • ইথিওপিয়া
  • ঘানা
  • গ্রেনাডা
  • হাঙ্গেরি
  • জামাইকা
  • লেবানন
  • মালদ্বীপ
  • মরক্কো
  • নামিবিয়া
  • নেপাল
  • নাইজেরিয়া
  • সেন্ট কিটস এবং নেভিস সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
  • সেশেলস
  • সলোমান দ্বীপপুঞ্জ
  • সোমালিয়া
  • দক্ষিন আফ্রিকা
  • শ্রীলংকা
  • সুরিনাম
  • বাহামা
  • টঙ্গা
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • ইউক্রেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.