ইতিহাস গড়ে মোদী রথের ভারতজয়। রাজ্যে মমতা তুফান, বামেরা ধরাশায়ী, ভরাডুবিতে ব্যতিক্রম অধীর-গনি ম্যাজিক, গেরুয়া ঝড় আছড়ে পড়ল রাজ্যেও। - LIVE UPDATE

আজ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ।সকাল আটটটা থেকে দেশজুড়ে ৯৮৯টি কেন্দ্রে শুরু হবে গণনা। নির্বাচনের কমিশনের আশা, কোন দল ক্ষমতায় আসছে, বেলা এগারোটার মধ্যেই ফলাফলের ট্রেন্ড দেখে সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। বিকেল পাঁচটার মধ্যে গণনা শেষ হবে।

Updated By: May 16, 2014, 08:59 PM IST

দেশের রায়- মোট আসন-৫৪৩। বিজেপি+= ৩৩৩,কংগ্রেস+=৬১ ,অন্যান্য-১৪২।

রাজ্যের রায়-মোট আসন ৪২। তৃণমূল - ৩৪। কংগ্রেস-৪ । বিজেপি -২। বামফ্রন্ট-২।
--------------------------
যে সকল কেন্দ্রে তৃণমূল জয়ী- কোচবিহার,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, কৃষ্ণনগর,রানাঘাট, বনগাঁ, বারাকপুর, দমদম, বারাসত, বসিরাহট, জয়নগর,কলকাতা (দ.),কলকাতা (উ.), হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া,বিষ্ণুপুর,বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বোলপুর,বীরভূম।

যে চারটি কেন্দ্রে কংগ্রেস জয়ী- বহরমপুর, জঙ্গিপুর, মালদা (উ.),মালদা (দ.)

যে দুটি কেন্দ্রে বিজেপি জয়ী- আসানসোল, দার্জিলিং

যে দুটি কেন্দ্রে বামফ্রন্ট জয়ী- রায়গঞ্জ, মুর্শিদাবাদ
---------------

দিল্লিতে সাতটি লোকসভা কেন্দ্রে মধ্যে ৭টিতেই জয়ী বিজেপি। কোনও সিট পেল না আম আদমি পার্টি। কংগ্রেসও খালি হাতে ফিরছে।

বিকাল ৫টা- উত্তর কলকাতায় ৯৬ হাজারের বেশী ভোট জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় জয়ের দোরগড়ায় সুব্রত বক্সি।

বিকাল ৪.৪৫- দমদমে দেড় লক্ষ ভোট জয়ী সৌগত রায়। তিরুবনন্তপুরম থেকে জয়ী কংগ্রেসের শশী থারুর।

বিকাল ৪টা- জয়ী শুভেন্দু অধিকারী। ২ লক্ষ ৪৫ হাজার ৬১১ ভোটে তমলুকে জয়ী শুভেন্দু অধিকারী। বহরমপুরে ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩৫ ভোটে জয়ী অধীর চৌধুরী।

৩টা ১৫- আসানসোলে জয়ী বিজেপি-র বাবুল সুপ্রিয়ো।

রাজ্যে সবথেকে বড় ব্যবধানে জয়ী হলেন আরামবাগের তৃণমূল প্রার্থী আফরিন আলি। ৩ লক্ষ ৪৬ হাজার ৮৪৫ ভোটে জিতলেন আফরিন আলি।

মালদহ উত্তরে জয়ী কংগ্রেসের মৌসম বেনজির নূর।

জয়নগরে জয়ী প্রতিমা মণ্ডল।

বনগাঁয় জিতেলন তৃণমূলের কপিলকৃষ্ণ ঠাকুর।

কোচবিহারে জয়ী তৃণমূলের রেণুকা সিংহ।

দার্জিলিংয়ে জয়ী বিজেপি-র এসএস আহলুওয়ালিয়া।

শ্রীরামপুর থেকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান পূর্ব থেকে সুনীল মণ্ডল জয়ী। তমলুকে জয়ী শুভেন্দু অধিকারী

২টা ৫১- ১লক্ষ ২৫ হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূলের সুগত বসু।

২টা ৪৬- ঘাটাল থেকে জয়ী দেব।

২টা ৪২- ডায়মন্ড হারবার থেকে ৭১,০০০ ভোটে জয়ী অভিষেক ব্যানার্জী। বারাসাতে জয়ী কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট থেকে জয়ী ইদ্রিস আলি।

২টা ৪১- জঙ্গিপুর থেকে জয়ী কংগ্রেস প্রার্থী, রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

২টা ৪০- রায়বারেলি থেকে জয়ী সোনিয়া গান্ধী।

২টা ৩৭- বহরুমপুর থেকে বিপুল ভোটে জয়ী অধীর চৌধুরী।

২টা ১৬- মেদিনীপুরে জয়ী সন্ধ্যা রায়।

২টা ১৪- নরেন্দ্র মোদীর টুইট সবথেকে বেশি বার রিটুইট করা হল।

২টা ১৪- রায়গঞ্জ কেন্দ্রে ১ হাজারের কিছু বেশি ভোটে দীপা দাসমুন্সিকে হারালেন বামফ্রন্টের মহম্মদ সেলিম।

১টা ৪৫- আগামীকাল রাষ্ট্রপতির হাতে ১২টা ৩০ নাগাদ পদত্যাগ পত্র তুলে দেবেন মনমোহন সিং।

১টা ৪২- সাসারাম থেকে পরাজিত মীরা কুমার।

১টা ৪১- ১০টা আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।

১টা ৪০- দমদম কেন্দ্রে জয়ী সৌগত রায়, কৃষ্ণনগরে জয়ী তাপস পাল, হাওড়ায় জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

১টা ০৬- নাগপুরে জিতে গেলেন নীতিন গড়কড়ি।

১টা ০৫- আজমেরে পরাজিত কংগ্রেস প্রার্থী সচিন পাইলট।

১টা ০৫- বিদিশা থেকে জয়ী বিজেপি প্রার্থী সুষমা স্বরাজ।

১২টা ৫৭- গান্ধীনগরে জয়ী লালকৃষ্ণ আডবাণী।

১২টা ৫৫- অমৃতসর কেন্দ্র থেকে পরাজিত বিজেপির হেভিওয়েট প্রার্থী অরুণ জেটলি।

১২টা ৫১- আজ আহমেদাবাদে আজ বেলা ২.৩০ নাগাদ সাংবাদিক সম্মেলনে বসবেন নরেন্দ্র মোদী। সূত্রে খবর সম্ভবত ২১ মে শপথ নেবেন মোদী।

১২টা ৫০- আমেঠিতে এগিয়ে রাহুল গান্ধী

১২টা ৪৯- বারাকপুর, রাণাঘাট, আরামবাগে তৃণমূল প্রার্থীরা জয়ী। একটি আসনে জয়ী কংগ্রেস।

১২টা ৪৫- ৯০০০ ভোটে এগিয়ে মুনমুন সেন।

১২টা ৪০- দিল্লির চাঁদনিচক কেন্দ্রে পরাজিত কপিল সিব্বল।

১২টা ৩০- দেশের জয়, সুদিন আসছে। টুইটারে প্রথম প্রতিক্রিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদী।

১২টা ২০- রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের ফল-চাকদা আসনে এগিয়ে তৃণমূলের রত্না ঘোষ। শান্তিপুরে এগিয়ে তৃণমূলের অজয় দে, ১২,৪৮৩ ভোটে। কুমরাগঞ্জ কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

দুপুর ১২.০৫-রায়গঞ্জে প্রায় ১০,০০০ ভোটে এগিয়ে কংগ্রেসের দীপা দাসমুন্সি।

১২টা ১৫- ভদোদরা কেন্দ্রে নরেন্দ্র মোদী জয়ী রেকর্ড ভোটে। মোদী জয়ী ৫,৫৯,৯৩৫ ভোটে। ভদোদরা ও বারাণসীতে বিপুল ভোটে জয়ী হওয়ার পর মায়ের আশীর্বাদ নিতে গেলেন দেশের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১২টা ১০- সারা দেশে ৩২৩ টি আসনে এগিয়ে এনডিএ জোট। ইউপিএ এগিয়ে ৭৩টি আসনে। বামেরা এগিয়ে ৯টি আসনে।

১২টা ১-বালুরঘাটে অর্পিতা ঘোষ, বনগাঁয়ে কপিলকৃষ্ণ ঠাকুর, বাঁকুড়ায়ে মুনমুন সেন, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, বর্ধমান পূর্বে সুনীল কুমার মণ্ডল, বসিরহাটে ইদ্রিস আলি, বীরভূমে শতাব্দী রায়, বিষ্ণুপুরে সৌমিত্র খান, বোলপুরে অনুপম হাজরা, বর্ধমান-দুর্গাপুরে মুমতাজ সঙ্ঘমিত্রা, কোচবিহারে রেণুকা সিন্‌হা, দার্জিলিংয়ে এসএস আহলুওয়ালিয়া।

১২টা- ৩০ বছর পর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে কোনও রাজনৈতিক দল। বিজেপি একাই ২৭৭টি আসনে এগিয়ে। এনডিয়ে জোট এগিয়ে ৩২৩টি আসনে।

১১টা ৫৫- বারাণসীতে অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করে জয়ী নরেন্দ্র মোদী।

১১টা ৪৫- সারা দেশে ২৭৪টি আসনে এগিয়ে বিজেপি। ফলে বহুমত নিয়ে একক সংখ্যাগোরিষ্ঠতার পথে মোদীর দল।

১১টা ৪২- বর্ধমানে দুটি আসনে বড় জয়ের সামনে তৃণমূল।

১১টা ৩৭-তমলুকে এগিয়ে শুভেন্দু অধিকারী। লক্ষাধিক ভোটে বহরমপুরে এগিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী।

১১টা ৩৭- মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী ৬৫ হাজার ভোটে এগিয়ে।

১১টা ৩৬- বাংলায় তৃণমূল এগিয়ে ৩৩টি আসনে। বামফ্রন্ট ১, কংগ্রেস ৫, বিজেপি ৩টি আসনে এগিয়ে।

১১টা ৩৬- চণ্ডীগড় থেকে জয়ী বিজেপি-র কিরণ খের। এই আসনেই প্রতিদ্বন্দ্বীতা করছিলেন কংগ্রেসের পবন বনসল এবং আপ-এর গুল পানাগ।

১১টা ৩৬- দমদমে ৬০,০৭১ ভোটে এগিয়ে সৌগত রায়। যাদবপুরে ৪৯,৪৫০ ভোটে এগিয়ে সুগত বসু। ৪৫,৩০১ ভোটে কলকাতা দক্ষিণে এগিয়ে সুব্রত বক্সি। ২০ হাজার ৭৬৪ ভোটে কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়।১১টা ৩৫- আরামবাগে জয়ী তৃণমূল প্রার্থী আফরিন আলি (অপরূপা পোদ্দার)।

১১টা ৩৫- পাটলিপুত্র থেকে এগিয়ে আরজেডি প্রার্থী মিশা ভারতী।

১১টা ৩১- বাংলায় প্রথম ফল ঘোষণা। বারাকপুর কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকে জয়ী ঘোষণা করা হল।

১১টা ১৫- মুনমুন সেন ১৯,০০০ ভোটে এগিয়ে। বীরভূম থেকে শতাব্দী রায় এগিয়ে।

১১টা ১৪- রায়বারেলিতে ৫২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সোনিয়া গান্ধী

১১টা ১৪- আসানসোলে ৩১ হাজার ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়।

১১টা ০৫- পরাজিত তরুণ গগৈ। পদত্যাগ করছেন তিনি।

১টা ০৫- মুম্বই পশ্চিম কেন্দ্রে এখনও পর্যন্ত ৪০টি ভোট পেয়েছেন রাখী সাওয়ান্ত।

১০টা ৫৯- বাংলায় ৩৪টি আসনে এগিয়ে তৃণমূল, একটি আসনে বামেরা, দুটি আসনে বিজেপি, পাঁচটি আসনে কংগ্রেস এগিয়ে

১০টা ৫৯- ভাদোদরা থেকে ৪ লক্ষেরও বেশি ভোটে জয়ী নরেন্দ্র মোদী।

১০টা ৫৩- জঙ্গিপুরে কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় এগিয়ে।

১০টা ৫০- বাংলায় ৩৩টি আসনে এগিয়ে তৃণমূল, ৫টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৩টি আসনে, ১টি আসনে এগিয়ে বামফ্রন্ট

১০টা ২৬- ৪০, ০০০ ভোটে পিছিয়ে আছেন প্রিয়া দত্ত।

১০টা ২৬- সারা দেশে ৩১০টি আসনে এগিয়ে এনডিএ। কংগ্রেস এগিয়ে ৭১টি আসনে। বামেরা এগিয়ে ১২টি আসনে। অনান্যরা এগিয়ে ১১০টি আসনে।

১০টা ২৫- বনগাঁয় এগিয়ে তৃণমূল প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর।

১০টা ২৫- আমেঠিতে পিছিয়ে গেলেন রাহুল গান্ধী।

১০টা ২০- সারা দেশে ৩০২টি আসনে এগিয়ে এনডিএ। কংগ্রেস এগিয়ে ৭০টি আসনে। বামেরা এগিয়ে ১২টি আসনে। অনান্যরা ১০৭টি আসনে এগিয়ে।

১০টা ১৫- ভাদোদারা ও বারাণসীতে বিপুল ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী।

১০টা ১৫- বাঁকুড়া থেকে মুনমুন সেন এগিয়ে। বাংলায় ৩২টি আসনে তৃণমূল, ৩টি আসনে বামেরা, ৩টি আসনে কংগ্রেস ও ৩টি আসনে বামেরা এগিয়ে।

১০টা ১৪- দক্ষিণবঙ্গের সবকটি আসনে তৃণমূল এগিয়ে।

১০টা ১৪- বাংলায় ৩১টি আসনে এগিয়ে তৃণমূল। বামফ্রন্ট এগিয়ে ৩টি, কংগ্রেস এগিয়ে ৩টি ও বিজেপি এগিয়ে ৪টি আসনে।

৯টা ৫৭- রেকর্ড উত্থান সেনসেক্সে। ২৫ হাজার ছাড়াল সেনসেক্স।

৯টা ৫৪- অধীর চৌধুরী ৩১,০০০ ভোটে এগিয়ে। তৃণমূলের- ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী ৫০, ০০০ ভোটে এগিয়ে, উলুবেড়িয়ায় সুলতান আহমেদ এগিয়ে। বসিরহাটে ইদ্রীশ আলি এগিয়ে। জয়নগর প্রতিমা মণ্ডল এগিয়ে।

৯টা ৫১- ৪০টি আসনে গণনা শুরু। তার মধ্যে বাংলায় ২৬টি আসনে এগিয়ে তৃণমূল।

৯টা ৪৬- সারা দেশে ২৮০টি আসনে এগিয়ে এনডিএ, কংগ্রেস ৮১টি আসনে, বামফ্রন্ট ১৩টি আসনে এগিয়ে

৯টা ৪৫- চণ্ডীগড়ে এগিয়ে বিজেপি প্রার্থী কিরণ খের।

৯টা ৪১- বালুরঘাটে দ্বিতীয় রাউন্ডের শেষে অর্পিতা ঘোষ এগিয়ে

৯টা ৪১- হাওড়াতে প্রসূন ব্যানার্জি এগিয়ে। রাজ্যে ২৩টি আসনে এগিয়ে তৃণমূল, বামফ্রন্ট ৪, কংগ্রেস ৩ ও বিজেপি ৩টি আসনে এগিয়ে

৯টা ৪০- কাকলি ঘোষদস্তিদার, দীনেশ ত্রিবেদী, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে

৯টা ৪০- ঘাটালে অনেক এগিয়ে দেব। বাঁকুড়ায় অনেক পিছিয়ে মুনমুন সেন।

৯টা ৩৫- সারা দেশে ২৬৪ আসনে এগিয়ে এনডিএ। কংগ্রেস এগিয়ে ৭৫টি আসনে।

৯টা ৩১- রাজ্যে ২১টি আসনে এগিয়ে তৃণমূল। সারা দেশে ১৩টি আসনে এগিয়ে বামফ্রন্ট

৯টা ৩০- উত্তর কলকাতায় এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোট পেয়েছেন ৩,২৭৭টি। ২,০১৫টি ভোট পয়েছেন বিজেপি-র রাহুল সিন্‌হা।

৯টা ৩০- দক্ষিণ কলকাতায় এগিয়ে তৃণমূলের সুব্রত বক্সি। ভোট পেয়েছেন ১৮,৮৮৪টি। পিছিয়ে বিজেপি-র তথাগত রায়। তিনি ১৩,৬৮২টি ভোট পেয়েছেন।

৯টা ২৮- রাজ্যে ১৯টি আসনে এগিয়ে তৃণমূল। ৭টি আসমে এগিয়ে বামফ্রন্ট।

৯টা ২৫- দ্বিতীয় রাউন্ডের শেষে অনেকটা এগিয়ে এগিয়ে দেব, মেদিনীপুরে এগিয়ে সন্ধ্যা রায়

৯টা ২০- তৃতীয় রাউন্ডের শেষে ১১,০০০ ভোটে এগিয়ে অধীর চৌধুরী

৯টা ১৪- জঙ্গিপুরে এগিয়ে বাম প্রার্থী মোজাফর হোসেন।

৯টা ১২- ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী এগিয়ে।

৯টা ০৬- যাদবপুরে এগিয়ে সুগত বসু।

৯টা ০৫- দমদমে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়।

৯টা ০৫- উত্তর কলকাতায় এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়।

৯টা ০৪- কৃষ্ণনগর থেকে এগিয়ে তাপস পাল।

৯টা ৪- ছ'টা রাউন্ডের শেষে যাদবপুরে ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সুগত বসু।

৯টা ১- তৃণমূল এগিয়ে ১৪টি আসনে, সারা দেশে ৯টি এগিয়ে বামেরা

৯টা- ১৯৮টি আসনে এগিয়ে এনডিএ জোট। কংগ্রেস এগিয়ে ৯২টি আসনে।

৮টা ৫৯- সুলতানপুর থেকে বিজেপির বরুণ গান্ধী এগিয়ে

৮টা ৫৮- এনডিএ ১৭৭, ইউপিএ ৫৭, বামফ্রন্ট ৯ এবং অন্যান্যরা ৪০ টি আসনে এগিয়ে।

৮টা ৫৮- রায়গঞ্জে ১৪০০ ভোটে এগিয়ে মহম্মদ সেলিম।

৮টা ৫৭- সাসারাম থেকে এগিয়ে কংগ্রেসের মীরা কুমার।

৮টা ৫১- রাজ্যে ১৫টি আসনে এগিয়ে তৃণমূল, বামেরা এগিয়ে ৯টি আসনে

৮টা ৫২- ৮,০০০ ভোটে এগিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

৮টা ৮টা ৫০- আমেঠিতে পিছিয়ে রাহুল গান্ধী

৮টা ৪৫- ১২৬ টি আসনে এগিয়ে এনডিএ, ৫৩টি আসনে এগিয়ে ইউপিএ জোট, ১০টি আসনে বামেরা ও ২১ আসনে এগিয়ে অনান্যরা

৮টা ৪২- গান্ধীনগরে এগিয়ে লালকৃষ্ণ আডবাণী

৮টা ৪১- গুড়গাঁওয়ে আপ প্রার্থী যোগেন্দ্র যাবদ পিছিয়ে।

৮টা ৪১- উত্তর প্রদেশের পিলিভিট থেকে মানেকা গান্ধী এগিয়ে।

৮টা ৪১ - ৭৩টি আসনে এগিয়ে এনডিএ, কংগ্রেস এগিয়ে ৩৬টি আসনে

৮টা ৪০- রায়গঞ্জে এগিয়ে মহম্মদ সেলিম।

৮টা ৪০- আমেঠিতে এগিয়ে রাহুল গান্ধী।

৮টা ৪০- বেনারসেও এগিয়ে নরেন্দ্র মোদী।

৮টা ৩৭- ভদোদারাতে এগিয়ে নরেন্দ্র মোদী।

৮টা ৩৫- ৯টি আসনে এগিয়ে তৃণমূল, বামফ্রন্ট এগিয়ে ৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে।

৮টা ৩১- রাজ্যে ৭টি আসনে এগিয়ে তৃণমূল, ৪টি আসনে বামপ্রার্থীরা এগিয়ে।

৮টা ৩০- দেশে ১৯টি আসনে এগিয়ে এনডিএ। ইউপিএ ১২টি আসনে এগিয়ে। বামফ্রন্ট ৪টি আসনে ও অনান্যরা ৭টি আসনে এগিয়ে।

৮টা ২৫- ১০ টি আসনে এগিয়ে এনডিএ জোট। ৫টি আসনে এগিয়ে ইউপিএ

৮টা ২০- তমলুকে শুভেন্দু অধিকারী (তৃণমূল), বোলপুরে অনুপম হাজরা (তৃণমূল), বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ (তৃণমূল) এগিয়ে।

৮টা ১৪- ৫টি আসনে এগিয়ে বিজেপি, ২টি আসনে কংগ্রেস, অনান্যরা ১টি আসনে এগিয়ে

৮টা ৭- দেশের প্রথম ট্রেন্ড। বিজেপি এগিয়ে ৩টি আসনে, কংগ্রেস ১টি আসনে।

৮টা ৫- আজ বাংলায় ভাগ্য নির্ধারণ এক গুচ্ছো তারকা প্রার্থীর। দেব, সন্ধ্যা রায়, মুনমুন সেন, সৌমিত্র রায়, বাইচুং ভুটিয়া, বাবুল সুপ্রিয়ো, বাপ্পি লাহিড়ী, পিসি সরকার সহ আর অনেক তারকা তাঁদের 'রেসাল্ট'-এর প্রতীক্ষায়।

সকাল ৮টা- সারা দেশে ভোট গণনা শুরু ৯৮৯ কেন্দ্রে।

আজ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ।সকাল আটটটা থেকে দেশজুড়ে ৯৮৯টি কেন্দ্রে শুরু হবে গণনা। নির্বাচনের কমিশনের আশা, কোন দল ক্ষমতায় আসছে, বেলা এগারোটার মধ্যেই ফলাফলের ট্রেন্ড দেখে সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। বিকেল পাঁচটার মধ্যে গণনা শেষ হবে।

এবছর ৫৪৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ হাজার ২৫১জন প্রার্থী। যারমধ্যে ছশো আটষট্টিজন মহিলা ও পাঁচজন হলেন রুপান্তকামী। এপ্রিল মাসের সাত তারিখ থেকে মে মাসের বারো তারিখ। উনসত্তর দিন ধরে ন-দফায় ভোটগ্রহণ চলে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে ভোটপর্ব চলল। প্রায় একাশি কোটি ভোটারের মধ্যে এবারে ভোটাধিকার প্রয়োগ করেছেন পঞ্চান্ন কোটি মানুষ। যা সর্বকালীন রেকর্ড। ভোট গণনাকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সাড়ে পাঁচ লক্ষ নিরাপত্তারক্ষী। যদিও বুথফেরত সমীক্ষাগুলির অধিকাংশই ইঙ্গিত দিচ্ছে দিল্লিতে সরকার গড়ছে এনডিএ। ক্ষমতা হারাচ্ছে ইউপিএ। তাদের আসন সংখ্যাও কমছে। তবে শেষপর্যন্ত কী হবে? আর কিছুক্ষণ পরই স্পষ্ট হয়ে

.