ভোট অশান্তির সাতকাহন-LIVE

ভোট শুরুর সঙ্গে সঙ্গেই উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। তুফানগঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর বুথে বাম এজেন্টকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হল। বামেদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি বাম এজেন্ট নৃপেন পাল।

Updated By: Apr 17, 2014, 10:13 AM IST

ভোট শুরুর সঙ্গে সঙ্গেই উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। তুফানগঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর বুথে বাম এজেন্টকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হল। বামেদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি বাম এজেন্ট নৃপেন পাল।

কোচবিহারের শীতলকুচিতে একাধিক বুথে বাম এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক কুমার রায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

শালবাড়িতে ৫ বাই ২৪৪ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বামেরা। প্রতিবাদ করায় সিপিআইএম কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূল কর্মীদের। ঘটনায় তিনজন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কোচবিহারের রামভোলা স্কুলে ভোটের ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভোটাররা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বামেদের অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁদের কর্মী-সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে।

.