রাত পোহালেই ভোট, সন্ত্রাসের ভয়ে কাটাঁ বীরভূম
রাত পোহালেই ভোট। তার আগেই শাসকদলের সন্ত্রাসের অভিযোগে সন্ত্রস্ত বীরভূমের ইলামবাজার। স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত হলেও গোটা দিন দেখা মেলেনি আধা সামরিক বাহিনীর। একই ছবি সিউড়ি দু নম্বর ব্লকের। নেই আধা সামরিক বাহিনীর টহল। ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে সদুত্তর দিতে পারেন নি সেক্টর অফিসারও।
রাত পোহালেই ভোট। তার আগেই শাসকদলের সন্ত্রাসের অভিযোগে সন্ত্রস্ত বীরভূমের ইলামবাজার। স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত হলেও গোটা দিন দেখা মেলেনি আধা সামরিক বাহিনীর। একই ছবি সিউড়ি দু নম্বর ব্লকের। নেই আধা সামরিক বাহিনীর টহল। ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে সদুত্তর দিতে পারেন নি সেক্টর অফিসারও।
ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগ বীরভূমের ইলামবাজারের লাভপুর গ্রামে। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলের নেতা,কর্মীরা। বিরোধীপক্ষের অভিযোগ, বুথে এজেন্ট হিসাবে যাদের বসার কথা তাদের বাড়িতে শুরু হয়েছে হামলা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি ভোটে জিততে পারবে না বলেই এমন অজুহাত তৈরি করছে বিরোধীরা
বোলপুর কেন্দ্রের অতি স্পর্শকাতর এলাকা হিসাবেই চিহ্নিত ইলামবাজার। ভোটের আগে কমিশনের নির্দেশ মতো আধা সামরিক বাহিনীর রুটমার্চ হওয়ার কথা। কিন্তু দেখা মেলেনি আধা সামরিক বাহিনীর। একই ছবি সিউড়ি দুনম্বর ব্লকের। কয়েকদিন আগেই রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় এই গ্রামেরই বাসিন্দা সিপিআইএম কর্মী হীরালাল শেখের। তারপর থেকেই গ্রামজুড়ে আতঙ্কের ছায়া। এ গ্রামেও নেই আধা সামরিক বাহিনীর টহল। রুট মার্চের এলাকা চিহ্নিত করার দায়িত্ব সেক্ট অফিসারের। তেমনই এক সেক্টর অফিসারের দেখা মিলল। নিরাপত্তা নিয়ে কোনও হেলদোলই নেই তাঁর।