শান্তিতে ভোট মিটল জঙ্গলমহলে, ভোট দিলেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত

জঙ্গলমহলে ভোট মিটল শান্তিতেই। কড়া নিরাপত্তার মধ্যে রীতিমতো উত্‍সবের মেজাজে ভোট হল বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে। তিন জেলা মিলিয়ে গড়ে ভোট পড়েছে চুরাশি শতাংশ। ভোট দিয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত। ভোট দিয়েছেন মাওবাদী আন্দোলন ছেড়ে মূলস্রোতে ফেরা পুরুলিয়ার নন্দনাল কুমার।

Updated By: May 7, 2014, 08:58 PM IST

জঙ্গলমহলে ভোট মিটল শান্তিতেই। কড়া নিরাপত্তার মধ্যে রীতিমতো উত্‍সবের মেজাজে ভোট হল বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে। তিন জেলা মিলিয়ে গড়ে ভোট পড়েছে চুরাশি শতাংশ। ভোট দিয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত। ভোট দিয়েছেন মাওবাদী আন্দোলন ছেড়ে মূলস্রোতে ফেরা পুরুলিয়ার নন্দনাল কুমার।

জঙ্গলমহলে ভোট। আশঙ্কা ছিলই। মাওবাদী প্রভাবিত এলাকা হওয়ায় বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত ছিলই।

জঙ্গলমহল এবার এক অন্য ভোটের সাক্ষী। ভোট দিয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতো।

মাওবাদী আন্দোলন ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন পুরুলিয়ার বলরামপুরের নন্দলাল কুমার। ভোট দিতে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তার সঙ্গে।

কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ভোট হল নির্বিঘ্নেই। ঝাড়গ্রামের অধিকাংশ বুথেই সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বুথে ভোটের লম্বা লাইন চোখে পড়েছে।

.