রাহুল সিনহা

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার কাছে এবারের লোকসভা ভোট অগ্নিপরীক্ষার মত। নরেন্দ্র মোদী হাওয়া এই বঙ্গভূমিতেও আছড়ে পড়েছে। মোদী ব্রিগেডে সভাও করে গিয়েছেন। সেই সভাতেও বেশ লোকও হয়েছিল। রাহুলের কাছে এখন সেই ভিড় আর হাওয়াকে ইভিএমে নিয়ে যাওয়া।

Updated By: Apr 7, 2014, 06:24 PM IST

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার কাছে এবারের লোকসভা ভোট অগ্নিপরীক্ষার মত। নরেন্দ্র মোদী হাওয়া এই বঙ্গভূমিতেও আছড়ে পড়েছে। মোদী ব্রিগেডে সভাও করে গিয়েছেন। সেই সভাতেও বেশ লোকও হয়েছিল। রাহুলের কাছে এখন সেই ভিড় আর হাওয়াকে ইভিএমে নিয়ে যাওয়া। বেশ কিছু কেন্দ্রে তারকা প্রার্থীও দিয়েছে। অন্তত ২টো আসনে জয় আর ৩টি আসনে দু নম্বরে থাকলে রাহুল এবারের পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করবেন। তবে সেটা বেশ কঠিন তাঁর কাছে

কেন্দ্র-উত্তর কলকাতা। প্রতিদ্বন্দ্বী-সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), রূপা বাগচি (বামফ্রন্ট), সোমেন মিত্র (কংগ্রেস)।
কোথায় এগিয়ে-মোদী হাওয়া, রাজ্যে বিজেপির পক্ষে হাওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে এককাট্টা করা
কোথায় পিছিয়ে- অতীত রেকর্ড, বেশ কিছু কেন্দ্রে সংগঠনের অভাব।

.