ভোটের দিন বিতর্ককে সঙ্গে নিয়ে আমেথির মাটি কামড়ে রইলেন রাহুল গান্ধী
ভোটের দিন আমেথির মাটি কামড়ে পড়ে রইলেন রাহুল গান্ধী। বুথে ঢুকে সটান ইভিএমের কাছে গিয়ে বাধালেন বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলল বিরোধীরা। নির্বাচন কমিশনের নির্দেশে আমেথি ছাড়তে বাধ্য হলেন প্রিয়াঙ্কা বঢরার রাজনৈতিক সচিব। গান্ধী পরিবারের খাসতালুকে দিনভর চড়ল উত্তেজনার পারদ। দু-হাজার চার থেকে আমেথির সাংসদ রাহুল গান্ধী। ভোটের দিন এই প্রথম এলেন নিজের কেন্দ্রে।
ভোটের দিন আমেথির মাটি কামড়ে পড়ে রইলেন রাহুল গান্ধী। বুথে ঢুকে সটান ইভিএমের কাছে গিয়ে বাধালেন বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলল বিরোধীরা। নির্বাচন কমিশনের নির্দেশে আমেথি ছাড়তে বাধ্য হলেন প্রিয়াঙ্কা বঢরার রাজনৈতিক সচিব। গান্ধী পরিবারের খাসতালুকে দিনভর চড়ল উত্তেজনার পারদ। দু-হাজার চার থেকে আমেথির সাংসদ রাহুল গান্ধী। ভোটের দিন এই প্রথম এলেন নিজের কেন্দ্রে।
দিনভর আমেথি চষে বেড়ালেন রাহুল। ফুলওয়া গ্রামের একটি বুথে পদ্মফুল চিহ্ন দেখে অভিযোগ জানালেন নির্বাচন কমিশনে। আর এ সব করতে গিয়ে নিজেই আরেক বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সহ-সভাপতি। ভোটিং মেশিনের ঘেরা জায়গায় রাহুলের ছবি ধরা পড়ল ক্যামেরায়। ভোটের দিন বিশাল কনভয় নিয়ে রাহুলের ঘুরে বেড়ানো, কংগ্রেসের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ দায়ের হল নির্বাচন কমিশনে।যদিও, কমিশন সব অভিযোগ খারিজ করে দেয়। আমেথি গিয়ে মোদীকে একহাত নিতেও ছাড়েননি রাহুল।
কৃষ্ণনগরের জনসভায় পাল্টা জবাব দিয়েছেন মোদী।
এ দিন আমেথির জগদীশপুরে গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে ঢুকে পড়েন প্রিয়াঙ্কা বঢরার রাজনৈতিক সচিব প্রীতি সহায়। বিধিভঙ্গের অভিযোগে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
স্মৃতির অভিযোগের ভিত্তিতে প্রীতি সহায়কে আমেথি ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। যদিও, ওই একই জায়গায় বিজেপি প্রার্থীরও গাড়ি রাখা ছিল বলে অভিযোগ করে কংগ্রেস। সোমবার আমেথির জনসভায় গান্ধী পরিবারের কড়া সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতে ওই জনসভার জেরেই ভোটের দিন বেড়েছে আমেথির উত্তাপ।