মোদির স্ত্রীকে ভারতরত্ন দেওয়ার সুপারিশ গগৈয়ের
কিছুদিন আগেই তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। বহুদিনের অপেক্ষার পর। তিনি যশোদাবেন চিমনলাল মোদি। এবার তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত্ বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈ বলেন, `তিনি যন্ত্রনা ও আত্মত্যাগের প্রতীক।`
কিছুদিন আগেই তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। বহুদিনের অপেক্ষার পর। তিনি যশোদাবেন চিমনলাল মোদি। এবার তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত্ বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈ বলেন, `তিনি যন্ত্রনা ও আত্মত্যাগের প্রতীক।`
অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আমি যশোদাবেনকে ভারতরত্ন দেওয়ার জন্য লিখিত সুপারিশ জানাতে চলেছি। ওনাকে শতকুর্নিশ। উনি একজন অসাধারণ মহিলা। নারীত্বের প্রতীক। শুধু দেশের কাছে নয়, গোটা দুনিয়ার কাছে উনি যন্ত্রনা ও আত্মত্যাগের নিদর্শন। মুখ বুজে সহ্য করার জন্য তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত্। উনি একজন প্রকৃত সন্যাসি। নরেন্দ্র মোদি নিজেকে সন্যাসি হিসেবে দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি একজন গেরুয়াধারী পুরুষ যিনি ক্ষমতা চান। মার্কিন সন্যাসি উনি। উনি শুধু মখ্যমন্ত্রীর পদটাই বোঝেন। এমন একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, মানবিক ইস্যু।