লোকসভা নির্বাচন ২০১৪ :: কেন্দ্র হাওড়া

হাওড়ায় চতুর্মুখী লড়াইয়ে জমজমাট ভোটযুদ্ধ।

Updated By: Apr 7, 2014, 02:18 PM IST

হাওড়ায় চতুর্মুখী লড়াইয়ে জমজমাট ভোটযুদ্ধ। উপনির্বাচনে তৃণমূল জিতলেও চুতর্মুখী লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিজেপি, কংগ্রেস ভোট কাটার সম্ভবনায় সিপিআইএম একটু এগিয়ে।

**তৃণমূল কংগ্রেসের- প্রসূন মুখার্জি
**সিপিআইএম - শ্রীদীপ ভট্টাচার্য
**কংগ্রেস- মনোজকুমার পাণ্ডে
**বিজেপি- জর্জ বেকার (অভিনেতা)
** আপ- সুরজ নারায়ণ সিং

## ভোট হবে -- ৩০ এপ্রিল।

## এক ঝলকে ২০০৯ লোকসভা নির্বাচন-

** তৃণমূল কংগ্রেস- অম্বিকা ব্যানার্জি ৩,৭৭,৪৪৯ ভোট
** সিপিআই এম- স্বদেশ চক্রবর্তী ৩,৪০,০৫৭ ভোট
** বিজেপি- পলি মুখার্জি ৩৭,৭২১ ভোট

## হাওড়ার বিধায়ক অম্বিকা ব্যানার্জির মৃত্যুর পর গত বছর উপনির্বাচন হয়। তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূণ ব্যানার্জি সিপিআইএমের শ্রীদীপ ভট্টাচার্যকে প্রায় ২৬,৯৬৫ ভোটে পরাজিত করেন। এই উপনির্বাচন আগামী লোকসভার পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়।

এই কেন্দ্রে যে সকল বিধানসভার আসন রয়েছে ---

১) বালি- সুলতান সিং (তৃণমূল কংগ্রেস) - ৬৬০০ ভোটে জয়ী

২) হাওড়া উত্তর- অশোক ঘোষ (তৃণমূল কংগ্রেস) ১৯,৬১০ ভোটে জয়ী

৩) হাওড়া মধ্য- অরুপ রায় (তৃণমূল কংগ্রেস) ৫০,৬০৭ ভোটে জয়ী

৪) শিবপুর- জাটু লাহিরি (তৃণমূল কংগ্রেস) ৪৬,৪০৪ ভোটে জয়ী

৫) হাওড়া দক্ষিণ- ব্রজমোহন মজুমদার (তৃণমূল কংগ্রেস) ৩১, ৪৪২ ভোটে জয়ী

৬) সাঁকরাইল- শীতল কুমার সর্দার (তৃণমূল কংগ্রেস) ১৭৮৫৭ ভোটে জয়ী

৭) পাঁচলা- গুলশন মল্লিক (তৃণমূল কংগ্রেস) ১২১১৮ ভোটে জয়ী

.