পদ্মফুল হাতে নিয়ে সেলফিতুলে বিপাকে মোদী, ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন --LIVE UPDATE
শুরু হয়ে গেল লোকসভার সপ্তম দফা নির্বাচন। আজকের দফায় প্রার্থী যুযুধান দুই পক্ষের সেরা দুই মুখ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে প্রার্থী মোদী। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে প্রার্থী সোনিয়া গান্ধী। দুই কেন্দ্রেই চলছে ভোট। দেশের ৭টি রাজ্যে ৮৯টি আসনে চলছে ভোটগ্রহণ--
সপ্তম দফায় ভোটের সব খবর সরাসরি--
১টা ৫০- গুজরাতের ডিজিপি ও স্টেট চিফ সেক্রেটারিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর বিজেপির চিহ্ন পদ্মফুল হাতে নিয়ে নির্বাচনী কেন্দ্রের সামনে ছবি তোলেন মোদী। সেই ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
১২টা ৪৫- কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে আহমেদাবাদের ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
১২টা ৩০- ১১ টা পর্যন্ত পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশে ভোট পড়ল ২৫%। গুজরাতে ভোট পড়েছে ২২%।
১২টা ১০- ভোট দেওয়ার পর বিজেপির পোল চিহ্ন পদ্মফুল হাতে নিয়ে মোদীর ছবি ও সাংবাদিকদের সম্বোধন করা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল কংগ্রেস।
দুপুর ১২টা- ভোটের মাঝেই সংঘর্ষ পঞ্জাবে। কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন অকালি দলের সমর্থক।
সকাল ১১.১৫টা- গুজরাটে ভোট দিলেন ক্রিকেটার চেতেশ্বর পূজারা।
সকাল ১১টা- ১১টা পর্যন্ত তেলেঙ্গানায় ভোট পড়ল ২১.২ শতাংশ। বিহারে ভোট পড়েছে ২৬ শতাংশ।
সকাল ১০.১৫টা - ১০টা পর্যন্ত তেলেঙ্গানায় ভোট পড়েছে ২০ শতাংশ। পঞ্জাবের ১৩টি লোকসভা আসনে ১৪ শতাংশ ভোটদান হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ২০ শতাংশ।
সকাল ১০টা- অন্ধপ্রদেশে বেশ কিছু কেন্দ্রে ইভিএম বিভ্রাট।
সকাল ৯.৩০টা- পদ্মফুল প্রতীক চিহ্ণ নিয়ে বাসে ভোট দিতে যাওয়ায় মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস।
সকাল ৯.২০টা-সকাল ৯টা পর্যন্ত- শ্রীনগর ৪.৫ শতাংশ, গান্ডেরওয়াল ৮.৮ শতাংশ, বাডগাম ৩.৬ শতাংশ।
সকাল ৯.১৫টা- গুজরাটে যখন ভোটরাদের ঢল, তখন শ্রীনগরের বেশ কিছু বুথে ভোট বয়কটের কারণ পোলিং অফিসাররা মাছি তাড়াচ্ছেন।
সকাল ৯টা-ভোট দিলেন নরেন্দ্র মোদী। আমেদাবাদের রানিপ পোলিং বুথের ভোটার মোদী। মোদীর সঙ্গে ভোট দিলেন তাঁর মা হীরাবেন।
সকাল ৮.৪৫টা ভোট দিলেন অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল।
সকাল ৮টা-- নরেন্দ্র মোদীর কেন্দ্র ভদোদরায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। অথচ এই কেন্দ্রে প্রায় প্রতিটি বুথে লম্বা লাইন।
আজকের ভোটের হেভিওয়েটরা- কংগ্রেস-সোনিয়া গান্ধী, মধুসূদন মিস্ত্রি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শ্রীপ্রকাশ জয়সওয়াল। বিজেপি-নরেন্দ্র মোদী, এল কে আদবানি, রাজনাথ সিং, অরুণ জেটলি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী। জেডিইউ-শরদ যাদব। ন্যাশনাল কনফারেন্স-ফারুক আবদুল্লাহ।
সারা দেশে মোট ৩০,৫১৮টি বুথে ভোট দেবে ২ কোটি ৮১ লক্ষ ভোটার।
সকাল ৭টা- কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু। গুজরাত-২৬টি কেন্দ্রে, পঞ্জাব-১৩টি কেন্দ্রে, অন্ধ্র প্রদেশ-১৭টি কেন্দ্রে, উত্তরপ্রদেশ-১৪টি কেন্দ্র, পশ্চিমবঙ্গ-৯টি কেন্দ্র, বিহার-৭টি কেন্দ্র, জম্মু ও কাশ্মীর-১টি কেন্দ্র, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউয়ে ভোট চলছে।
শুরু হয়ে গেল লোকসভার সপ্তম দফা নির্বাচন। আজকের দফায় প্রার্থী যুযুধান দুই পক্ষের সেরা দুই মুখ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে প্রার্থী মোদী। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে প্রার্থী সোনিয়া গান্ধী। দুই কেন্দ্রেই চলছে ভোট। দেশের ৭টি রাজ্যে ৮৯টি আসনে চলছে ভোটগ্রহণ--