কেন্দ্রভিত্তিক LIVE UPDAE: বাঁকুড়া ও বিষ্ণুপুর
রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। বাঁকুড় ও বিষ্ণুপুরের LIVE UPDATE-
রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। বাঁকুড় ও বিষ্ণুপুরের LIVE UPDATE-
বাঁকুড়ায় লড়ছেন কারা-
মুনমুন সেন (তৃণমূল কংগ্রেস)
বাসুদেব আচারিয়া (সিপিআইএম)
নীলমাধব গুপ্ত (কংগ্রেস)
সুভাষ সরকার (বিজেপি)
-------------------------------------------
বিষ্ণুপুরে লড়ছেন কারা-
সৌমিত্র খান-তৃণমূল কংগ্রেস
সুস্মিতা বাউরি-সিপিআইএম
নারায়ণ চন্দ্র খান-কংগ্রেস
জয়ন্ত মণ্ডল-বিজেপি
------------------------------------------
দুপুর ১.১৫টা-দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-৬১.৬২ শতাংশ।
সকাল ১১.৩০টা-চব্বিশ ঘণ্টার খবরের জের। খণ্ডঘোষে ইভিএমে নজর রাখা ব্যক্তিকে বুথ থেকে বের করে দিল নির্বাচন কমিশন। ইভিএমটিও সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলেমপুর প্রাথমিক বিদ্যালয়, ৪৩ নম্বর বুথে ভোটকক্ষের পাশে দাঁড়িয়েই ইভিএমে নজর রাখছিলেন এক ব্যক্তি। এই ছবি দেখানো হয়েছিল চব্বিশ ঘণ্টায়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি জলবাহক। তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।
সকাল ১১.১৫টা- সকাল ১১টা পর্যন্ত ভোটের হার-বাঁকুড়া-৪৭.১৬ শতাংশ। বিষ্ণুপুর-৪৪.৪২ শতাংশ।
সকাল ৯.২০টা-- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার-- বাঁকুড়া-২৩ শতাংশ,বিষ্ণুপুর-২৪ শতাংশ।
সকাল ৭.৫০টা -ভোটকক্ষের পাশে দাঁড়িয়ে কোথায় ভোট পড়ছে তাতে লক্ষ্য রাখা। এভাবেই ভোটারদের ওপর মানসিক চাপসৃষ্টির অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষে ঘটনাটি ঘটেছে। কলেমপুর প্রাথমিক বিদ্যালয়, ৪৩ নম্বর বুথে ভোটকক্ষের পাশে দাঁড়িয়েই ইভিএমে নজর রাখছিলেন শাসকদলের এজেন্ট। যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। যদিও, প্রিসাইডিং অফিসার তাঁকে বাধা দেননি।
সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন৷ ভোট ঘিরে কড়া নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷
সকাল ৬টা- ভোট শুরু বাঁকুড়া, বিষ্ণুপুরে।