রাজ্যের প্রথম দফা: নজরে উত্তরবঙ্গের চার জেলা
রাত পোহালেই প্রথম দফার ভোট শুরু রাজ্যে কাল ভোট দেবে রাজ্যের উত্তর বঙ্গের চার জেলা.
Updated By: Apr 16, 2014, 11:52 PM IST
রাত পোহালেই প্রথম দফার ভোট শুরু রাজ্যে কাল ভোট দেবে রাজ্যের উত্তর বঙ্গের চার জেলা.
১৭ এপ্রিল নির্বাচন যেই জেলাগুলিতে-
কোচবিহার
আলিপুরদুয়ার
দার্জিলিঙ
জলপাইগুড়ি
২০০৯ লোকসভা নির্বাচনের পর দেখে নেওয়া যাক কোন জোলা কোথায় দাঁড়িয়ে-
কোচবিহার- গত বার কেন্দ্র গিয়েছিল বামফ্রন্টের দখলে. ফরওয়ার্ড ব্লক প্রার্থী নৃপেন্দ্রনাথ রায় জয়ী হন ৩৩৭৪৯ ভোটে.
আলিপুরদুয়ার- গত বার এই কেন্দ্র গিয়েছিল বামফ্রন্টের দখলে. আরএসপি প্রার্থী মনোহর তিরকে জয়ী হন ১১১৯৮৭ ভোটে.
দার্জিলিং- গত বার এই কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে. প্রার্থী জয়ন্ত সিং জয়ী হন ২৫৩২৮৯ ভোটে.
জলপাইগুড়ি- গত বার এই কেন্দ্র গিয়েছিল বামফ্রন্টের দখলে. সিপিআইএম প্রার্থী মহেন্দ্র কুমার রায় জয়ী হন ৮৮৩৭১ ভোটে.