রাহুলকে নোটিশ ধরাল কমিশন

শেষ দফার নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে ধাক্কা। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে শোকজ নোটিস জারি করল নির্বাচন কমিশন। গত পয়লা মে হিমাচল প্রদেশের সোলানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাইশ হাজার মানুষ হিংসায় নিহত হবেন। কংগ্রেস সহ সভাপতির এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।

Updated By: May 10, 2014, 12:22 PM IST

শেষ দফার নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে ধাক্কা। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে শোকজ নোটিস জারি করল নির্বাচন কমিশন। গত পয়লা মে হিমাচল প্রদেশের সোলানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাইশ হাজার মানুষ হিংসায় নিহত হবেন। কংগ্রেস সহ সভাপতির এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।

রাহুলের সভার সিডিও কমিশনে পেশ করে তারা। এই মন্তব্য করে রাহুল গান্ধী আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে কমিশন। আগামী বারোই মে বেলা এগারোটার মধ্যে রাহুল গান্ধীকে শোকজের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

.