রাজ্যে ফের আক্রান্ত নির্বাচন কমিশন, এবার মালদায়, এবারও কাঠগড়ায় শাসক দল,বাইক মিছিলে আপত্তি করায় রোষে

ফের আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা। এবারও কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদহের মানিকচক থানা এলাকায় ২০০ থেকে ২৫০টি বাইক নিয়ে মিছিল করছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়েজ্জেম হোসেন। তখনই নির্বাচনী আধিকারিক অজিত দাসের নেতৃত্বে নির্বাচন কমিশনের দল বাধা দেয়।

Updated By: Apr 10, 2014, 01:57 PM IST

ফের আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা। এবারও কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদহের মানিকচক থানা এলাকায় ২০০ থেকে ২৫০টি বাইক নিয়ে মিছিল করছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়েজ্জেম হোসেন। তখনই নির্বাচনী আধিকারিক অজিত দাসের নেতৃত্বে নির্বাচন কমিশনের দল বাধা দেয়।

তাঁরা বলেন, এতোগুলি বাইক নিয়ে মিছিল করার অনুমতি তাঁদের নেই। এরপরই কমিশনের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছে পুলিসের বিশাল বাহিনী। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।

তৃণমূল প্রার্থীর সামনেই মার খেলেন নির্বাচন কমিশনের কর্মীরা। কাঠগড়ার তৃণমূল কর্মী-সমর্থকরা। মালদহের মানিকচক থানা এলাকায় দুশো থেকে আড়াইশোটি বাইক নিয়ে মিছিল করছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। নির্বাচনী আধিকারিক অজিত দাস ও কমিশনের আরও কয়েকজন বাধা দেয়। তাঁরা বলেন,এতগুলি বাইক নিয়ে মিছিল করার অনুমতি নেই তাদের।

বাধ্য হয়ে অফিসারদের বদলি মেনে নিলেও মুখ্যমন্ত্রী কমিশনের বিরুদ্ধে সুর চডি়য়েছেন। নির্বাচন মিটলে সব হিসাব বুঝে নেবেন, এমন হুমকিও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের পর শাসক দলের হাতে ফের কমিশনের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।

.