শেষ দফার নির্বাচনের জন্য থাকছে অতিরিক্ত বাহিনী , ১৭ জন অতিরিক্ত পর্যবেক্ষক

ভোটের আগে শহরে পৌঁছল বাহিনী। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে আগামী কদিন কলকাতা পুলিসের সবকটি থানা এলাকায় রুটমার্চ চালিয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে কলকাতা পুলিস। কলকাতায় ৭০ শতাংশ বুথকেই স্পর্শকাতর ঘোষণা করা হেয়েছে।

Updated By: May 10, 2014, 11:27 AM IST

ভোটের আগে শহরে পৌঁছল বাহিনী। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে আগামী কদিন কলকাতা পুলিসের সবকটি থানা এলাকায় রুটমার্চ চালিয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে কলকাতা পুলিস। কলকাতায় ৭০ শতাংশ বুথকেই স্পর্শকাতর ঘোষণা করা হেয়েছে।

রাজ্যে শেষ দফার ভোট শান্তিপূর্ণ করতে সতর্ক কমিশন। বিরোধীদের দাবি মেনে আগেই তিরিশ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এবার সতেরোটি কেন্দ্রের জন্য আনা হচ্ছে সতেরো জন অতিরিক্ত পর্যবেক্ষক। রবিবারই প্রতিকেন্দ্রে পৌছে যাবেন পর্যবেক্ষকরা।

রাজ্যের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নিয়োগ করা হয়েছিল নির্বাচনী পর্যবেক্ষককে। রাজ্যে চার দফা নির্বাচনে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। শেষ দফা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবিতে শুক্রবার নির্বাচনী আধিকারিক ও বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে বামেরা। সন্ধেবেলায় কমিশনের বৈঠকে ঠিক হয় রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আনা হবে সতেরো জন অতিরিক্ত পর্যবেক্ষক। এর আগেই শেষ দফার ভোটে অতিরিক্ত তিরিশ কোম্পানি বাহিনী দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১২ মে ১৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। ইতিমধ্যেই প্রতিকেন্দ্রের জন্য একজন করে পর্যবেক্ষক নিযুক্ত রয়েছেন। কমিশন সূত্রে খবর সব কেন্দ্রেই অতিরিক্ত একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে।

নির্বাচনের জন্য শুক্রবারই শহরে পৌছে গেছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই শহরের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। পার্ক্সট্রিট, কালিঘাট, হেস্টিংস ও বন্দর এলাকায় টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। দুপুরে লালবাজারে পুলিসের সঙ্গে বৈঠক করেন BSF, CRPF, CISF এর ডেপুটি কমান্ডার ও অ্যাসিস্টেন্ট কমান্ডররা।

ঠিক কীভাবে সাজানো হচ্ছে শহরের ভোট নিরাপত্তা?

কলকাতা শহরে মোট গ্রহণ কেন্দ্র ১৪৯১

মোট বুথের সংখ্যা ৪৪৬৬

কলকাতা শহরে ৭০ শতাংশ বুথই স্পর্শকাতর

সবকটি স্পর্শকাতর ভোটকেন্দ্রে থাকছে কেন্দ্রীয় বাহিনী। গুরুত্ব বুঝে কোনও কেন্দ্রে ৮ জন আবার কোথাও ৪ জন করে জওয়ান মোতায়েন থাকবে।যে কেন্দ্রে বাহিনী মোতায়েন থাকছে না সেখানে টহলদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী।

.