বিতর্কিত মন্তব্যে ক্রমাগত অভিযোগ দায়ের, গ্রেফতার হতে পারেন রামদেব

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হতে পারেন বাবা রামদেব। যোগগুরু বলেছিলেন, দলিত গ্রামে পিকনিক ও হনিমুন করতে যান রাহুল। তারপরই তাঁকে এসসি/এসটি ধারায় বুক করা হয়েছে। এমনিতেই বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের নজরে রয়েছেন রামদেব।

Updated By: Apr 29, 2014, 11:16 AM IST

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হতে পারেন বাবা রামদেব। যোগগুরু বলেছিলেন, দলিত গ্রামে পিকনিক ও হনিমুন করতে যান রাহুল। তারপরই তাঁকে এসসি/এসটি ধারায় বুক করা হয়েছে। এমনিতেই বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের নজরে রয়েছেন রামদেব।

এর আগে বিভিন্ন মহল থেকে রামদেবকে গ্রেফতারের দাবি ওঠায় হিমাচল প্রদেশ ও আমেঠিতে তাঁকে বিজেপির হয়ে প্রচার করতে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রবিবার তাঁর বিরুদ্ধে গোরখপুরে এফআইআর দায়ের করা হয়। সোমবার একই ধারায় পাটনা ও আগ্রাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিহারের খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্যাম রজক পাটনা আদালতে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আগ্রায় অভিযোগ দায়ের করেছে ডা বি আর আম্বেদকর বার অ্যাসোসিয়েশন। আগ্রায় রামদেবকে সমর্থন করার জন্য বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। যদিও রামদেবের দাবি, রাহুল গান্ধী সম্পর্কে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

তিনি বলেন, "আমার হনিমুন সম্পর্কে মন্তব্য মানুষ ভুল বুঝেছে। আমি দলিতদের অপমান করতে চাইনি। রাহুল গান্ধীকেও অপমান করতে চাইনি। যদি আমার মন্তব্য দলিতদের আঘাত করে থাকে তবে আমি দুঃখিত।"

.