২০১৬-র মধ্যে তৃণমূলের নাম `ঘোঁচাতে` চান অধীর

২০১৪ সাল। পতন শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ২০১৬ সালে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ও তার নেত্রীকে উত্‍খাত করবে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর খাসতালুক হাজরায় আয়োজিত জনসভায় এই ভবিষ্যৎবাণী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Updated By: Apr 27, 2014, 10:03 AM IST

২০১৪ সাল। পতন শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ২০১৬ সালে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ও তার নেত্রীকে উত্‍খাত করবে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর খাসতালুক হাজরায় আয়োজিত জনসভায় এই ভবিষ্যৎবাণী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈর্ষার কারণেই সম্পূর্ণ হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের কাজ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে চলেছেন। শনিবার হাজরার জনসভায় একে একে তোপ দাগছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের হাতে থাকলে এতদিনে শেষ হয়ে যেত প্রকল্পের কাজ।

.