কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ, বিবিধ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনায় অধীর
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ। বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে লোকসভা ভোটের টিকিট দিলেও মুকুল রায়ের ছেলেকে কেন দিলেন না? এই প্রশ্ন তুলে কৌশলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেও উস্কে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গে প্রচারে আসছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খোলায় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ। বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে লোকসভা ভোটের টিকিট দিলেও মুকুল রায়ের ছেলেকে কেন দিলেন না? এই প্রশ্ন তুলে কৌশলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেও উস্কে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গে প্রচারে আসছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খোলায় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী।
কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগও উড়িয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
তৃণমূলের দলীয় বিভাজন নিয়েও ভোটের আগে কৌশলী মন্তব্য অধীর চৌধুরীর।
জলঙ্গিতে তৃণমূল কর্মী খুনে তাঁর নাম জড়ানোয় শাসকদলকে একহাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বহরমপুরের তৃণমূল প্রার্থীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।