দেশের ৭ম দফা নির্বাচন: ভোট দেবে রাজ্যের ৯ কেন্দ্র

আগামিকাল দেশের সপ্তম দফা ও রাজ্যের তৃতীয় দফা নির্বাচন। ভোট দেবে রাজ্যের ৯টি কেন্দ্র। এক নজরে দেখে নেওয়া যাক-

Updated By: Apr 29, 2014, 05:37 PM IST

আগামিকাল দেশের সপ্তম দফা ও রাজ্যের তৃতীয় দফা নির্বাচন। ভোট দেবে রাজ্যের ৯টি কেন্দ্র। এক নজরে দেখে নেওয়া যাক-

১.হাওড়া
২.উলুবেড়িয়া
৩.হুগলি
৪.আরামবাগ
৫.শ্রীরামপুর
৬.বর্ধমান পূর্ব
৭.বর্ধমান দুর্গাপুর
৮.বোলপুর
৯.বীরভূম

দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে লড়াই কাদের মধ্যে-

হাওড়া-

প্রসূন ব্যানার্জি- তৃণমূল কংগ্রেস
শ্রীদিপ ভট্টাচার্য- সিপিআইএম
মনোজ কুমার পান্ডে- কংগ্রেস
জর্জ বেকার- বিজেপি

উলুবেড়িয়া-

সুলতান আহমেদ- তৃণমূল কংগ্রেস
সবিরুদ্দিন মোল্লা- সিপিআইএম
অসিত মিত্র- কংগ্রেস
আর কে মোহান্তি- বিজেপি

হুগলি-

রত্না দে নাগ-তৃণমূল কংগ্রেস
প্রদীপ সাহা-সিপিআইএম
প্রীতম ঘোষ-কংগ্রেস
শ্রী চন্দন মিত্র-বিজেপি

আরামবাগ-

আফরিন আলি-তৃণমূল কংগ্রেস
শক্তিমোহন মালিক-সিপিআইএম
শম্ভুনাথ মালিক-কংগ্রেস
শ্রী মধুসূদন বাগ-বিজেপি

শ্রীরামপুর-

কল্যাণ ব্যানার্জি-তৃণমূল কংগ্রেস
তীর্থঙ্কর রায়-সিপিআইএম
আবদুল মান্নান হোসেন-কংগ্রেস
বাপ্পি লাহিড়ি-বিজেপি

বর্ধমান পূর্ব-

সুনীল মণ্ডল-তৃণমূল কংগ্রেস
ঈশ্বরচন্দ্র দাস-সিপিআইএম
চন্দন মাঝি-কংগ্রেস
শ্রী সন্তোষ রায়-বিজেপি

বর্ধমান দুর্গাপুর-

মমতাজ-তৃণমূল কংগ্রেস
সাহিদুল হক-সিপিআইএম
প্রদীপ অগস্তি-কংগ্রেস
দেবশ্রী চৌধুরী-বিজেপি

বোলপুর-

অনুপম হাজরা-তৃণমূল কংগ্রেস
রামচন্দ্র ডোম-সিপিআইএম
তপন কুমার সাহা-কংগ্রেস
কামিনী মোহন সরকার-বিজেপি

বীরভূম-

শতাব্দি রায়-তৃণমূল কংগ্রেস
কামনে ইলাহি-সিপিআইএম
সৈয়দ সিরাজ জিম্মি-কংগ্রেস
জয় ব্যানার্জি-বিজেপি

.