তৃতীয় দফা LIVE-- ওড়িশায় ইভিএম লুুঠ নকশালদের, ভোটের লম্বা লাইন দেশজুড়ে

তৃতীয় দফা LIVE-- ভোটদানে ব্যাপক উত্‍সাহ দেশজুড়ে। দুপুর ৩টেতেই ৫২ শতাংশ ভোট পড়ল রাজধানীতে

Updated By: Apr 10, 2014, 07:28 PM IST

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মোট দশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। তা নিয়েই থাকল লাইভ আপেডট-
সন্ধে ৬.৩০টা- সন্ধে ৬টার পরেও বেশ কিছু বুথে এখনও ভোটগ্রহণ চলছে। দিল্লিতে এখনও পর্যন্ত ভোটদানের হার ৬৪ শতাংশ।

বিকাল ৫.১৫টা- কেরালায় ভোটদানের হার বিকাল ৫টা অবধি ৭০ শতাংশ।

বিকাল ৪.৩০টা- দুপুর ৩.৩০টা খবর- ওড়িশার কোরাপুটে ইভিএম লুঠ করল নকশালরা।

মুলায়ম সিং যাদব বললেন, ক্ষমতায় এলে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড তুলে দেবেন। কারণ কিছু সময় ছেলেরা একটু ভুল করে, তার জন্য এত বড় সাজা হওয়া উচিত নয়।

বিকাল ৪.৩০টা- বিকেল ৪টে পর্যন্ত ভোটদানের হার - মহারাষ্ট্র: ৩৪.৪৮% , হরিয়ানা: ৪৮.১৫% , মধ্যপ্রদেশ: ৪০.৬৬% , কেরল: ৫৮.৮৪% , বিহার: ৪২.১৪%, জম্মু ও কাশ্মীর: ৫৩.৪৬% ,

দুপুর ৩.৪৫টা-স্বামী রবার্ট বঢ়রা নিয়ে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

দুপুর ৩.৩০টা- সারা দেশজুড়ে ভোটদানে ব্যাপক উত্‍সাহ। এখনও পর্যন্ত তিন দফা মিলিয়ে দশ শতাংশ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ফেলেছেন।

দুপুর ৩.১৫টা- দুপুর ৩টা পর্যন্ত দিল্লিতে ভোটদানের হার ৫২ শতাংশ। গত লোকসভায় ভোটদানের হারকে ছাপিয়ে যেতে চলেছে এবার।

দুপুর ৩টা- দুপুর ২টো পর্যন্ত ওড়িশায় ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সহ রাজ্য মন্ত্রিসভার বেশ কযেকজন সদস্য লড়াইয়ে ময়দানে রয়েছেন।

দুপুর ২টো- বেলা ১টা পর্যন্ত হরিয়ানায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।

দিল্লিতে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।

দুপুর ১.৪৫টা- মাও হামলার আশঙ্কায় ভোট স্থগিত বিহারের বেশ কিছু বুথে- বিহারের মাওবাদী প্রভাবিত ২২টি পোলিং স্টেশনে নিরাপত্তার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হল।

দুপুর ১টা- প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। প্রাক্তন মুম্বই পুলিস কমিশনার তথা ভগপাতে বিজেপির প্রার্থী সতপাল সিং অভিযোগ করলেন, আরএলডি কর্মীরা তার কনভয়ে হামলা চালিয়েছে। এই কেন্দ্রে সতপালের প্রতিপক্ষ আরএলডি প্রধান অজিত সিং।

সকাল ১১টা ৩০-

মুজফ্ফরনগরে ভোট ২৭.২৮%, জম্মতে ভোট পড়েছে ১৫%, দিল্লিতে ২৫%।

সকাল ১১টা-

গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী রাজ বব্বর বললেন, এখানে মোদি ঝড়ের লেশমাত্র নেই।

সকাল ১০:৩০-

২ ঘণ্টায় ১৬% শতাংশ ভোট পড়ল কেরলে, মহারাষ্ট্রে ৭৫%।

সকাল ৯টা ৪৫-

৯টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছে ১০.১%।

সকাল ৯টা ৪০-

ভোট দিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

সকাল ৯টা ১৫-

তিরুবনন্তপুরমে ভোট দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

সকাল ৮টা ৪০-

নাগপুরে ভোট দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। বললেন, "মোদি ঝড়ের কথা আমি জানি না।"

সকাল ৮:৩৫-

ভোট প্রার্থনা করলেন নরেন্দ্র মোদি

যারা আজ লোকসভার ৯১টি সিটের জন্য ভোট দিচ্ছেন, ওড়িশা বিধানসভার ৭০টি সিটের জন্য ও মহারাষ্ট্র উপ-নির্বাচনের জন্য, রেকর্ড সংখ্যায় ভোট দিন- নরেন্দ্র মোদি(@narendramodi) এপ্রিল ১০, ২০১৪।
৭টা ৫৮- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভোটগ্রহণ শুরু।

৭টা ৫৫- ছত্তিসগড়ের বাস্তারে ভোট গ্রহণ শুরু।

৭টা ৫০- জম্মুতে ভোট গ্রহণ শুরু।

৭টা ৪৩- ওড়িশাতে ভোট গ্রহণ শুরু।

৭টা ৪০- মধ্য প্রদেশে নির্বাচন শুরু।

৭টা ৩৮- উত্তর প্রদেশের ১০টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু।

৭টা ৩৫- হরিয়াণা ও চন্ডিগড়ে ভোট গ্রহণ শুরু।

৭টা ৩০- মহারাষ্ট্রে ভোট গ্রহণ শুরু।

৭টা ২৮- বিহারে নির্বাচন প্রক্রিয়া শুরু।

৭টা ২৫- দিল্লিতে ভোট গ্রহণ শুরু।

৭টা ২০- কেরালাতে ভোট গ্রহণ শুরু।

৭টা ১৫- লাক্ষাদ্বীপে ভোট গ্রহণ শুরু।

৭ টা ০৫- মাওবাদী হামলায় বিহারের মুঙ্গেরে ২ সিআরপি এফ জওয়ান খুন।

সকাল ৭টা- তৃতীয় দফার নির্বাচন শুরু।
-----------------------------------
লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মোট দশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বিহার, ছত্তিসগড়, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর, চন্ডীগড়, লাক্ষাদ্বীপ এবং দেশের রাজধানী দিল্লি।

বিহার, ছত্তিসগড়, ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। নাশকতার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলিতে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি।

তৃতীয় দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশের হিংসা-বিধ্বস্ত মুজফফরনগরেও। দিনকয়েক আগে মোদী-ঘনিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহর বিতর্কিত প্রতিশোধ-মন্তব্য ঘিরে ফের খবরের শিরোনামে উঠে আসে মুজফফরনগর। উত্তরপ্রদেশের এই কেন্দ্রগুলির জন্যেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃতীয় দফায় ভোটে অংশ নিচ্ছেন প্রায় এগারো কোটি ভোটার । ময়দানে রয়েছেন ৪১৯ জন প্রার্থী। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনেরও ভোটগ্রহণ চলছে। সত্তরটি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে।

.