''যা কষ্ট দেয়, সেটা আসলে আশীর্বাদ'', সমালোচনার মুখে 'রুমি'ই আশ্রয় Yash-র
ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি ও ক্যাপশানের মাধ্যমে নিজের মতামত, প্রকাশ করতে দেখা যাচ্ছে 'যশরত'কে
নিজস্ব প্রতিবেদন : নুসরত জাহানের ((Nusrat Jahan) সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এখন নিত্যদিনই চর্চায় থাকছেন। যদিও একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে নুসরত বা যশ দুজনেই এক্কেবারে চুপ। নিত্যদিনই বিভিন্ন অর্থপূর্ণ ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি ও ক্যাপশানের মাধ্যমে নিজের মতামত, প্রকাশ করতে দেখা যাচ্ছে যশ (Yash Dasgupta) ও নুসরতকে (Nusrat Jahan)।
রবিবার ফের একবার যশের(Yash Dasgupta) ইনস্টাগ্রাম স্টোরি নেটিজেনদের চর্চায় উঠে এসেছে। নুসরতের সঙ্গে সম্পর্ক ও অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে জোর চর্চা চলছে। উঠে আসছে বিভিন্ন মত। বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচনার মুখেই পড়তে হচ্ছে নুসরত-যশ জুটিকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া 'যশরত'-র কাছে এখন রোজকার ঘটনা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সুফি কবি রুমির আশ্রয় নিলেন যশ। রবিবার যশের ইনস্টা স্টোরিতে উঠে এসেছে রুমির দর্শন। যেখানে লেখা রয়েছে, ''যা তোমাকে কষ্ট দেয়, সেটা আসলে আশীর্বাদ। অন্ধকার তোমার মোমবাতি। আপনার সীমানা তোমার সন্ধান। ব্যর্থতা এর মধ্যেই রয়েছে সাম্রাজ্যের চাবিকাঠি। যদি উদ্বিগ্ন হও তাহলে ধৈর্য ধরো। ধৈর্যের চাবি খুশির দরজা খুলে দেয়। তুমি মনে করো তুমিই দরজার তালা হয়ে দাঁড়িয়েছ, তবে জানবে সেই তুমিই আবার চাবি হয়ে উঠবে।''
আরও পড়ুন-সেপ্টেম্বরেই মা হতে চলেছেন, বেবি বাম্পের ছবি নিজেই পোস্ট করলেন নুসরত
দুদিন আগে যশের (Yash Dasgupta) পোস্ট করা একটি ছবির নিচে এক নেটিজেন লিখে বসেন, 'তুমি অনেকের অনুপ্রেরণা ছিলে। তাই বলছি, অন্যদের এই শিক্ষা দিও না, যাতে অন্য কারও জীবন নরকে পরিণত হয়। অন্তত তোমার পরের প্রজন্মকে অমানুষ হতে শিখিও না। এতটুকুই অনুরোধ ছিল।' সোশ্যাল মিডিয়ায় এধরনের লাগাতার আক্রমণের মুখে শনিবারও ইনস্টাগ্রাম পোস্টে কিছুটা যেন সাফাই-এর সুরে যশ লিখেছিলেন, ''নিজের চোখে ভাল হওয়া যথেষ্ট… এমনকি শয়তানের চোখে ঈশ্বরও ভালো নন…''।
এদিকে নানান আলোচনার মাঝে স্বাধীনচেতা নুসরত রবিবার নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন।